বিশ্ব চকোলেট দিবস: বন্ধ্যাত্বের ঝুঁকি কমাতে ভরসা ডার্ক চকোলেট!
|
Jul 07, 2020, 17:45 PM IST
1/5
বিশ্ব চকোলেট দিবস
বার্ধক্যে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ কমে যায় বলে কমে যেতে থাকে কামেচ্ছা। এ ছাড়াও অতিরিক্ত মেদ শরীরের নমনীয়তায় নষ্ট করে দেয়। এর সঙ্গে শীঘ্র পতন, ধ্বজভঙ্গ, শ্বাসকষ্টের মতো একাধিক সমস্যা বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। ফলে পুরুষের মধ্যে বাড়তে থাকে বন্ধ্যাত্বের সমস্যা।
2/5
বিশ্ব চকোলেট দিবস
থাইরয়েড বা ডায়াবেটিসের কারণেও পুরুষের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিতে পারে। আবার এমনও হয়, যৌনতায় ইচ্ছা থাকা সত্ত্বেও তা সাধ্যে কুলোয়া না। কিন্তু এ ক্ষেত্রে উপায় কী? ভায়াগ্রা? না, বরং ডার্ক চকোলেট খান।
photos
TRENDING NOW
3/5
বিশ্ব চকোলেট দিবস
একাধিক গবেষণায় প্রমাণ মিলেছে, ডার্ক চকোলেট পুরুষের বির্যরসে শুক্রাণুর সংখ্যা ও কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।
4/5
বিশ্ব চকোলেট দিবস
বিশেষজ্ঞদের মতে, ডার্ক চকোলেটে থাকা অ্যামিনো অ্যাসিড, এল-আর্জিনিন এইচসিএল শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে। ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা যৌন উদ্দিপনা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে।
5/5
বিশ্ব চকোলেট দিবস
একাধিক গবেষণায় দেখা গিয়েছে, যে সমস্ত পুরুষ নিয়মিত সামান্য পরিমাণে হলেও ডার্ক চকোলেট খান, তাঁদের যৌন ক্ষমতা অন্যদের তুলনায় বেশি। তাই মিল্ক চকলেট নয় বন্ধ্যাত্বের ঝুঁকি কমাতে, শুক্রাণুর সংখ্যা আর কর্মক্ষমতা বাড়াতে নিয়মিত খান ডার্ক চকোলেট।