মার্সিডিজ থেকে নেমে ট্রাক্টর চালিয়ে ভোট প্রচারে হেমা মালিনী

Apr 05, 2019, 17:20 PM IST
1/7

ট্রাক্টরে হেমা

মার্সিডিজ থেকে নেমে ট্রাক্টর চালিয়ে ভোট প্রচারে হেমা মালিনী

১৯৭৫। শোলের মুক্তি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের ব্লকাবাস্টার ওই সিনেমায় টাঙাওয়ালির চরিত্রে সকলকে চমকে দিয়েছিলেন হেমা মালিনী।

2/7

ট্রাক্টরে হেমা

মার্সিডিজ থেকে নেমে ট্রাক্টর চালিয়ে ভোট প্রচারে হেমা মালিনী

৪৪ বছর পর সেলুলয়েডের মতো বাস্তবেও সবাইকে চমকে দিলেন শোলের বাসন্তী।

3/7

ট্রাক্টরে হেমা

মার্সিডিজ থেকে নেমে ট্রাক্টর চালিয়ে ভোট প্রচারে হেমা মালিনী

এবার আর টাঙায় নয়, ট্রাক্টরে চাপলেন তিনি। একেবারে চালকের ভূমিকায় দেখা গেল ড্রিম গার্লকে। ছবি : এএনআই

4/7

ট্রাক্টরে হেমা

মার্সিডিজ থেকে নেমে ট্রাক্টর চালিয়ে ভোট প্রচারে হেমা মালিনী

২০১৪ সালে উত্তরপ্রদেশের মথুরা কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন হেমা মালিনী। এবারও তিনি ওই কেন্দ্রে প্রার্থী। শুক্রবার তিনি মথুরার গোবর্ধন এলাকায় প্রচারে বেরিয়েছিলেন। আর সেখানেই তাঁকে ট্রাক্টর চালাতে দেখা গেল। ছবি : এএনআই

5/7

ট্রাক্টরে হেমা

মার্সিডিজ থেকে নেমে ট্রাক্টর চালিয়ে ভোট প্রচারে হেমা মালিনী

যদিও তিনি এদিন প্রচার শুরু করেছিলেন মার্সিডিজে। কিন্তু মথুরার গোর্বধনের গোকুল ও মহাবন এলাকার অপ্রশস্ত রাস্তার জন্য গাড়ি এগোতে সমস্যা হচ্ছিল। তখনই তিনি দামি গাড়ি ছেড়ে ট্রাক্টরে চেপে প্রচারের সিদ্ধান্ত নেন।

6/7

ট্রাক্টরে হেমা

মার্সিডিজ থেকে নেমে ট্রাক্টর চালিয়ে ভোট প্রচারে হেমা মালিনী

এবার মথুরায় কঠিন লড়াইয়ের মুখে হেমা। তাঁর বিরুদ্ধে প্রার্থী রাষ্ট্রীয় লোকদলের নরেন্দ্র সিং। তিনি হেমাকে বহিরাগত বলে তোপ দাগছেন। তাই শুরু থেকেই প্রচারে ঘাম ঝড়াচ্ছেন বলিউডের এই অভিনেত্রী।

7/7

ট্রাক্টরে হেমা

মার্সিডিজ থেকে নেমে ট্রাক্টর চালিয়ে ভোট প্রচারে হেমা মালিনী

কয়েকদিন আগে তাঁকে মথুরার একটি ক্ষেতে ফসল কাটতে দেখা গিয়েছিল। এ নিয়ে ব্যাপক বিতর্কও হয়। সেই রেশ কাটতে না কাটতেই নতুন চমক দিলেন হেমা।