রাজস্থানের এই দোকান থেকে চুড়ি কেনেন অম্বানি পরিবার, জানেন?

Dec 08, 2018, 20:10 PM IST
1/8

বিবাজি চুড়ি

Rajasthan_1

রাজস্থানের নির্বাচনের মুখে খবরের ইতিউতি পরিসরে ফের জায়গা করে নিল ‘বিবাজি চুড়ি’। ভিন রাজ্যের সাংবাদিকরা যখনই অন্যস্বাদের খবরের খোঁজ করেন, সেই তালিকায় বাদ যায় না এই ‘বিবাজি চুড়ি’র কাহিনি।

2/8

বিবাজি চুড়ি

Rajasthan_2

প্রায় ১৫০ বছরের পুরনো দোকান ‘বিবাজি চুড়ি’। মরুরাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্যের নির্দশন বয়ে নিয়ে যাচ্ছে এই দোকান।

3/8

বিবাজি চুড়ি

Rajasthan_3

তাই শুধুই আম-পর্যটক নন সেলিব্রেটিরাও রাজপুতদের রাজ্যে বেড়াতে এলে এই দোকানে একবার ঢুঁ মেরে যান।

4/8

বিবাজি চুড়ি

Rajasthan_4

জানা যাচ্ছে, জোধপুরের রয়্যাল পরিবার থেকে অম্বানির পরিবার এখান থেকে চুড়ি কিনে নিয়ে যায়। কবীর বেদি, জুহি চাওলার মতো সেলিব্রেটিরাও এসেছেন এখানে।

5/8

বিবাজি চুড়ি

Rajasthan_5

ওই দোকনের মালিক আবদুল সাতার বলেন, “আমার প্র-মাতামহের নাম ছিল বিবাজি। সে সময় রাজা-রানিদের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক তৈরি হয়। তখন থেকেই শুরু হয় এই ব্যবসা।”

6/8

বিবাজি চুড়ি

Rajasthan_6

আবদুল সাতার আরও বলেন, এরপর আমারা বাবা এই ব্যবসা চালিয়ে নিয়ে যান। সাইকেলে চেপে ঘরে ঘরে চুড়ি বিক্রি করতেন তিনি। তবে আমাদের সময় থেকেই এই ব্যবসার নতুন মোড় নেয়।

7/8

বিবাজি চুড়ি

Rajasthan_7

চুড়ির দোকান তৈরি করেন আবদুল। কাচের চুড়ির চাহিদা খুব বেশি বলে জানান আবদুল। 

8/8

বিবাজি চুড়ি

Rajasthan_8

দু’দশক ধরে তিনি এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তিনিও ‘বিবাজি’ নামে পরিচিত এখানে।