ব্যাটারি চালিত স্কুটারে চমক, বাজারে এল Hero Dash

Aug 27, 2019, 22:50 PM IST
1/5

নীতি আয়োগের প্রস্তাবের পর ব্যাটারিচালিত যানের বাজারে প্রবেশ করতে চাইছে গাড়ি উত্পাদনকারী সংস্থাগুলি। সেই লক্ষ্যেই ভারতের বাজারে নতুন ব্যাটারিচালিত স্কুটার Hero Dash আনল হিরো ইলেকট্রিক। 

2/5

ইলেকট্রিক বাইক বা স্কুটার মানেই স্টাইলের সঙ্গে আপোষ, এমনটা ভাবার দিন শেষ। স্কুটারের ডুয়াল টোন রং ও গ্রাফিক্স মন টানবে ক্রেতাদের। এমনটাই মনে করছেন হিরো ইলেকট্রিকের এক কর্তা। থাকছে এলইডি হেডলাইট ও ডিআরএল। ইউএসবি পোর্ট, টিউবলেস টায়ার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো সুবিধা থাকছে হিরো ড্যাশে।

3/5

 ভারতীয় রাস্তার কথা মাথায় রেখেই বানানো হয়েছে হিরো ড্যাশ। স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিলিমিটার। 

4/5

৪৮V ২৮ Ah লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে। একবার চার্জে প্রায় ৬০ কিলোমিটার চলবে হিরো ড্যাশ। একবার সম্পূর্ণ চার্জ দিতে লাগবে প্রায় ৪ ঘণ্টা। থাকছে ডুয়াল ব্যাটারির অপশনও। সেক্ষেত্রে প্রায় ১০০ কিলোমিটার যাওয়া যাবে একবার চার্জে।

5/5

ভারতে হিরো ড্যাশের বেস সংস্করণের দাম ৬৮,৭২১ টাকা(এক্স-শোরুম)।