জলের দরে বাইক আনল Hero, দেখে নিন গাড়ির বৈশিষ্ট্য

Jan 18, 2019, 19:30 PM IST
1/5

একশো সিসির হিরো এইচএফ ডিলাক্স আইবিএস নামে নতুন বাইক বাজারে আনল হিরো মোটো কর্প। ২০১৯ সালের ১ এপ্রিল থেকে মোটরযান আইনের নতুন নিয়ম লাগু হতে চলেছে। সেই নিয়ম মেনেই গাড়িটি তৈরি করেছে হিরো। 

2/5

'কম্বাইনড ব্রেকিং সিস্টেম'-এর ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম রয়েছে এই বাইকে। দিল্লিতে বাইকটির নাম ৪৯,৩০০ টাকা। 

3/5

নতুন আইনে ১২৫ সিসির কম ইঞ্জিনে কম্বাইনড ব্রেকিং সিস্টেম থাকা বাধ্যতামূলক। সেটা মাথায় রেখেই বাইকে দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। বাইকে রয়েছে ১৩০ এমএমের রিয়ার ড্রম। 

4/5

i3S প্রযুক্তির বাইকে রয়েছে ৯৭.২ সিসি এয়ারকুলড, ফোর স্ট্রোক, সিঙ্গল সিলিন্ডার ওএইচসি ইঞ্জিন। ইঞ্জিনের ক্ষমতা ৮,০০০ আরএমপি-তে ৮.২৪ বিএইচপি। সর্বোচ্চ ৫০০০ আরএমপি-তে ৮.০৫ এনএম টর্ক। 

5/5

Hero HF Deluxe IBS পাওয়া যাচ্ছে পাঁচটি রঙের গাঢ় ধূসর, কালো, লাল, কালো ও লাল, কালো ও বেগুনি এবং গাঢ় ধূসর ও সবুজ।