গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে কালিয়াচক ও মোথাবাড়ি থানার পুলিশ অভিযান চালায় শেরশাহি গ্রামে। তখনই হদিশ মেলে এই গোপন অস্ত্র কারখানার।
photos
TRENDING NOW
3/7
হাতেনাতে গ্রেফতার করা হয় অস্ত্র তৈরির ২ কারিগরকে। ধৃত শাহবুদ্দিন ও মহম্মদ তামরেজ বিহারের মুঙ্গেরের বাসিন্দা।
4/7
অভিযোগ, গ্রিল ফ্যাক্টরির ভিতর লুকিয়ে অস্ত্র তৈরি করছিল ধৃতরা। তবে গ্রিল ফ্যাক্টরির মালিক ফরিদ শেখ পলাতক।
5/7
গোপন অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র। উদ্ধার করা হয়েছে ২৪টি পাইপগান ও প্রচুর পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম।
6/7
জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ জানিয়েছেন, জেরায় ধৃতরা স্বীকার করেছে যে অস্ত্র তৈরির জন্যই তাদের মালদায় নিয়ে আসা হয়েছিল।
7/7
পুজোর মুখেই গোপন অস্ত্র তৈরির কারখানার হদিশ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কবে থেকে কারখানা চলছিল, কেন অস্ত্র তৈরি করা হচ্ছিল? জানতে তদন্ত শুরু করেছে পুলিস।