কী কী শর্তে রথযাত্রায় অনুমতি? দেখে নিন এক নজরে

Dec 20, 2018, 16:31 PM IST
1/8

রাজ্য সরকারের আপত্তি অগ্রাহ্য করে রথযাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে একইসঙ্গে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। 

2/8

বিজেপির আইনজীবী যুক্তি দেন, কোন আইনে রথযাত্রার অনুমতি বাতিল করা হল তার কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দেয়নি পুলিস- প্রশাসন।

3/8

এদিন বিচারপতি আরও বলেন, " শুধুমাত্র কোচবিহারের ঘটনা দেখে রথযাত্রা বন্ধ করা যায় না।"

4/8

কোনও এলাকায় রথযাত্রার ১২ ঘণ্টা আগে জানাতে হবে স্থানীয় প্রশাসনকে। 

5/8

যান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, সে ব্যাপারে নজর রাখতে হবে উদ্যোক্তাদের। 

6/8

রথযাত্রায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে।

7/8

কোনও ক্ষয়ক্ষতি হলে তার দায় বিজেপিকে নিতে হবে।

8/8

আইন শৃঙ্খলা বজায় পর্যাপ্ত পুলিস কর্মী মোতায়েন করতে হবে প্রশাসনকে।