এই নিয়ম থাকতে পারে না! পঞ্চায়েত মামলায় রায় ঘোষণা হাইকোর্টের

Mar 28, 2023, 12:09 PM IST
1/6

পঞ্চায়েত মামলায় রায়

Panchayat Election case Verdict

অর্ণবাংশু নিয়োগী: পঞ্চায়েত মামলায় রায় ঘোষণা করল হাইকোর্ট। আদালতে জটমুক্ত পঞ্চায়েত নির্বাচন। 

2/6

পঞ্চায়েত মামলায় রায়

Panchayat Election case Verdict

নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ করল না আদালত। নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন।   

3/6

পঞ্চায়েত মামলায় রায়

Panchayat Election case Verdict

হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল, সেটা গ্রহণযোগ্য নয়।

4/6

পঞ্চায়েত মামলায় রায়

Panchayat Election case Verdict

আলাদা আলাদা সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার জন্য আলাদা আলাদা নিয়ম থাকতে পারে না। 

5/6

পঞ্চায়েত মামলায় রায়

Panchayat Election case Verdict

প্রসঙ্গত, শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

6/6

পঞ্চায়েত মামলায় রায়

Panchayat Election case Verdict

সেই মামলাতেই এই নির্দেশ দিল হাইকোর্ট। তবে এই রায়ের পরিপ্রেক্ষিতে নতুন করে আবেদন জানাতে পারবেন শুভেন্দু অধিকারী।