পথশিশুদের চোখে 'রুপোলি শস্যের স্বপ্ন' বুনে দেওয়ার অনন্য আয়োজন শহরে...
Hilsa Festival Street Children: এ শহরের পথশিশুরা জীবনের অনেক কিছু থেকেই বঞ্চিত। বাংলায় ইলিশের ছড়াছড়ি, শহরে ইলিশ উৎসব। কিন্তু তাতে অংশ নিতে পারছে না পথশিশুরা। তাদের কথা ভেবে আয়োজিত হচ্ছে ইলিশ উৎসব। শহরে এই প্রথম!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ওদের-আমাদের'-- ভাবনাটাই আপত্তিকর। কিন্তু অনেক সময়েই এই বিভাজনটা উঠে পড়ে। সমাজের বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত মানুষদের সঙ্গে অন্য গোষ্ঠীর একটা মূলগত ফারাক থেকেই যায়। যেমন এ শহরের পথশিশু। তারা জীবনের অনেক কিছু থেকেই বঞ্চিত। এখন বাংলায় ইলিশের ছড়াছড়ি। শহরের আনাচে-কানাচে চলছে ইলিশ উৎসব। কিন্তু তাতে অংশ নিতে পারছে না পথশিশুরা। তাই তাদের কথা ভেবে এ শহরে আয়োজিত হচ্ছে পথশিশুদের জন্য ইলিশ উৎসব। শহরে এই প্রথম।
1/6
মাদার টেরিজার জন্মদিন উপলক্ষ্যে
photos
TRENDING NOW
4/6
চোখে রুপোলি স্বপ্ন
6/6
পথশিশুদের মুখে হাসি
photos