বাজারে এল মরশুমের প্রথম ইলিশ, ৫০০-৬০০টাকায় বিকোচ্ছে মাছ

Jun 18, 2020, 15:35 PM IST
1/6

মরশুমের প্রথম ইলিশ ঢুকল বাজারে।

2/6

ব্যান পিরিয়ড শেষ হওয়ার পর আজ গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফিরল শতাধিক ট্রলার।  

3/6

ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজার মাছের বাজারও বৃহস্পতিবার থেকে প্রশাসনিকভাবে খুলে দেওয়া হয়।

4/6

বৃহস্পতিবার  ভোরে  প্রথম ডায়মন্ডহারবার নগেন্দ্রবাজারে প্রায় কুড়ি টন ইলিশ মাছ ঢুকেছে।  ৫০০-৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইলিশ। মৎসজীবীরা ফেরার পর তাঁদের শারীরিক পরীক্ষা করা হয় । 

5/6

৪০০-৫০০ গ্রামের মাছ বিকোচ্ছে ৫০০টাকা, ৮০০ গ্রামের মাছ ৬০০ টাকা, এক কেজি মাছের দাম দেড় হাজার টাকা  

6/6

যদিও দিঘার সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো আপাতত উপকূলে রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মত্স্যজীবীরা এখনও দিঘার সমুদ্রে মাছ ধরতে পারেননি