PHOTOS: হিমাচলের এই দুই জনপ্রিয় জায়গায় যেতে হলে খসবে ট্যাক্স, জারি নতুন নিয়ম

Sep 12, 2021, 18:20 PM IST
1/5

হিমাচল প্রদেশ পর্যটন

Himachal Pradesh Tourists

হিমাচল প্রদেশের বেশ কয়েকটি আকর্ষণীয় গন্তব্যস্থল রয়েছে, যা দেখার জন্য বারবার ছুটে যান পর্যটকরা। যেখানে সারা বছর ভ্রমণকারীরা ভ্রমণ করে। সেই একাধিকের মধ্যে দুটি জায়গা খুব গুরুত্বপূর্ণ। এক হল লাহুল আরেকটি স্পিতি ভ্যালি। 

2/5

হিমাচল প্রদেশ পর্যটন

Himachal Pradesh Tourists

প্রাকৃতিক ও পার্বত্য সৌন্দর্য় দেখার জন্য দেশি-বিদেশি প্রচুর পর্যটকেরা ভিড় করেন এই দুই এলাকায়। কিন্তু এবার এই দুই এলাকায় যেতে হলে গুনতে হবে ট্যাক্স।  

3/5

হিমাচল প্রদেশ পর্যটন

Himachal Pradesh Tourists

হিমাচল প্রদেশের লাহৌল-স্পিতি জেলায় প্রবেশ করতে কর দিতে হবে পর্যটকদের। অটল টানেলের সুরক্ষা ও মেরামতির জন্য যানবাহনের যাতায়াতের উপর ট্য়াক্স চালু করেছে সরকার। 

4/5

হিমাচল প্রদেশ পর্যটন

Himachal Pradesh Tourists

লাহুল ও স্পিতিতে প্রবেশ করলে ২ চাকার যানবাহনের উপর ৫০ টাকা ধার্য করা হয়েছে। যাঁরা গাড়ি নিয়ে যাতায়াত করবেন, তাঁদের দিতে হবে ২০০টাকা, এসএউবি ও এমইউভি গাড়ির জন্য ৩০০-৫০০টাকা।

5/5

হিমাচল প্রদেশ পর্যটন

Himachal Pradesh Tourists

গত বছর অক্টোবরে অটল টানেল খোলার পর লাহুলে প্রবেশকারী যানবাহনের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এসডিএম জানিয়েছেন এই করের টাকা এলাকার উন্নয়নে ব্যবহার করা হবে।