বাংলায় কি অকোজে হিন্দুত্ব? ভিড় হল না হিন্দু জাগরণ মঞ্চের ধর্মীয় সভায়

Dec 15, 2018, 23:43 PM IST
1/8

মৌমিতা চক্রবর্তী: শহিদ মিনারে হিন্দু জাগরণ মঞ্চের বিরাট হিন্দু সমাবেশ ভরাতে পারল না ময়দান চত্বর। সভার সামনেই দিকেই ভিড় দেখা গেল। তবে তাও বেশ কয়েকটি ফাঁকা চেয়ার কারও নজর এড়ায়নি।      

2/8

তাও আবার এদিনের সভায় বক্তা ছিলেন হিন্দুত্বের জনপ্রিয় মুখ সাধ্বী সরস্বতী। ফলে ভিড় আরও বেশি প্রত্যাশিত ছিলই।  

3/8

রাম মন্দির নির্মাণ, নাগরিকপঞ্জি-সহ একাধিক দাবিতে এদিন শহিদ মিনার চত্বরে সভা করল হিন্দু জাগরণ মঞ্চ। কিন্তু তেমন লোক হল না।

4/8

সামনের দিকেই দেখা গেল ভিড়। তাও কয়েকটা চেয়ার ছিল ফাঁকা। 

5/8

মাঠের অর্ধেকটাই থাকল ফাঁকা। 

6/8

হিন্দু জাগরণের মঞ্চের সভা ঘিরে তেমন আগ্রহও চোখে পড়ল না। সভার বাইরে যে যার মতো কাজে ব্যস্ত। তবে ধর্মতলার মোড়ে মাইক লাগিয়ে প্রচারে খামতি রাখেনি হিন্দু জাগরণ মঞ্চ। 

7/8

হিন্দু জাগরণের মঞ্চের সভা ঘিরে তেমন আগ্রহও চোখে পড়ল না। সভার বাইরে যে যার মতো কাজে ব্যস্ত। তবে ধর্মতলার মোড়ে মাইক লাগিয়ে প্রচারে খামতি রাখেনি হিন্দু জাগরণ মঞ্চ। 

8/8

বাংলায় হিন্দুত্বের রাজনীতি কোনওকালেই ছিল না। কিন্তু বিজেপির উত্থানের সঙ্গে সমানুপাতিক হারে বেড়েছে হিন্দুত্বের জিগির। কিন্তু এদিনের সভায় ফের একবার প্রশ্ন উঠল, এরাজ্যে কি হিন্দুত্বের নামে ইভিএমে ভোট পড়বে?