মুসলিমদের জন্য বিশ্বে ১৫০ দেশ খোলা রয়েছে, নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেসকে নিশানা রুপানির

Dec 25, 2019, 11:49 AM IST
1/5

S 5

S 5

 নাগরিকত্ব বিলের সমর্থনে অমিত শাহের সুরেই কথা বললেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

2/5

S 4

S 4

মঙ্গলবার সবরমতী আশ্রমে এক সভায় কংগ্রেসকে বিঁধে রুপানি বলেন, মুসলিমদের যাওয়ার জন্যে দুনিয়ায় ১৫০টি দেশ রয়েছে। হিন্দুদের জন্য রয়েছে মাত্র একটাই দেশে।

3/5

S 3

S 3

এই যুক্তিতেই দেশে নাগরিকত্ব আইন এনেছেন বলে দাবি করেছেন অমিত শাহ। রুপানি এদিন বলেন, দেশভাগের সময়ে পাকিস্তানে ২২ শতাংশ হিন্দু ছিলেন।  এখন তাদের সংখ্যা মাত্রা ৩ শতাংশ। তাই ওদেশ থেকে হিন্দুরা ভারতে চলে আসছেন।  এতে আপত্তি করছে কংগ্রেস। হিন্দুদের জন্য প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের একটাই আশ্রয়ের জায়গা। সেটি হল ভারত।

4/5

S 2

S 2

বাংলাদেশ প্রসঙ্গে টেনে রুপানি বলেন, প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছি ২ শতাংশ। আফাগানিস্থানে হিন্দু, শিখ, খ্রিষ্টানদের সংখ্যা গিয়ে হয়েছে ২ শতাংশ।  তাই তারা এদেশে এলে কী সমস্যা!

5/5

s 1

s 1

রুপানি আরও বলেন রাজনৈতিক ফয়দার জন্য কংগ্রেস দেশে মুসলিমদের তাতাচ্ছে কংগ্রেস।