পাত্রী ঈশানি, ফের একবার 'জামাই' হচ্ছেন হিরণ

Jan 04, 2020, 14:19 PM IST
1/6

ফের একবার জামাই হচ্ছেন অভিনেতা হিরণ, এবার পাত্রী অভিনেত্রী ঈশানি ঘোষ। নেহাল দত্তর পরিচালনায় 'জিও জামাই' ছবির হাত ধরেই বাংলাদেশের অভিনেত্রী ঈশানির সঙ্গে জুটি বাঁধছেন হিরণ। 

2/6

সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন হিরণ, ঈশানি সহ ছবির অন্যান্য কলা-কুশলীরা।

3/6

তবে অবশ্য এই প্রথম নয়, এর আগে 'জামাই ৪২০', 'জামাই বদল' ছবিতেও জামাই হয়েছেন হিরণ, এবার ফের একবার 'জিও জামাই' ছবিতে জামাইয়ের বেশে দেখা যাবে হিরণকে। 

4/6

'জিও জামাই' ছবিতে রজতাভ দত্ত ও তুলিকা বসুর জামাই হিসাবে দেখা যাবে হিরণকে। 

5/6

ছবিতে আদিত্যর ভূমিকায় দেখা যাবে হিরণকে। আর তাঁর বিপরীতে দিয়ার ভূমিকায় অভিনয় করছেন ঈশানি ঘোষ। এছাড়াও ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে তুলিকা বসু, রজতাভ দত্ত, মৌমিতা চট্টোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যদের।

6/6

এই ছবিতে গান গেয়েছেন পলক মুচ্ছল, আরমান মালিক, রায়ান রায়, সহ অন্যান্যরা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেব সেন। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন ঈশ্বরচন্দ্র বারিক, সম্পাদনার দায়িত্বে রয়েছেন মলয় লাহা।