Hiroshima Nagasaki: ৭৬ বছর ধরে দুঃস্বপ্নের স্মৃতি বইছে হিরোসিমা-নাগাসাকি, এখনও দগদগে পরমাণু হামলার ক্ষত

Aug 07, 2021, 17:24 PM IST
1/8

Hiroshima Day: হিরোসিমা দিবস

Hiroshima Day: হিরোসিমা দিবস

দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক মর্মান্তিক পরিসমাপ্তির নাম- হিরোসিমা এবং নাগাসাকি। জাপানের এই দুই শহরের ওপর যে আঘাত নেমে এসেছিল সেই ক্ষত আজও দগদগে। ৬ এবং ৯ অগাস্ট  এই দু'দিন  প্রতি বছর আসলেই সেই স্মৃতিই ঘুরে ফিরে আসে।

2/8

Atomic bombings- পরমানু বিস্ফোরণ

Atomic bombings- পরমানু বিস্ফোরণ

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের যে দুটি শহরে পারমানবিক বোমার আঘাত হানা হয়েছিল হিরোসিমা ও নাগাসাকিতে। দুই শহরেই মৃতের সংখ্যা ছাড়ায় লক্ষাধিক। কিন্তু এর চেয়ে ক্ষতিকর ছিল পারমাণবিক সেই এফেক্ট।  

3/8

Nagasaki- নাগাসাকি

Nagasaki- নাগাসাকি

নাগাসাকিতে যে বোমাটি ফেলা হয় সেটি ছিল বেশি শক্তিশালী। 'ফ্যাট ম্যান' কোডনামে পরিচিত সেই অ্যাটমিক বোমার শক্তি ছিল ২০ কিলোটন অব টিএনটি। যার রেশ ছিল বহু যুগ। 

4/8

nuclear weapons - পরমাণু অস্ত্র

nuclear weapons - পরমাণু অস্ত্র

৭৬ বছরের ইতিহাসেও সেই রেশ রয়ে গিয়েছে। এখনও পারমানবিক বোমায় ধ্বংসের বিভিন্ন নিদর্শন নাগাসাকির বেশ কিছু অঞ্চলে ছড়ানো ছিটানো রয়েছে।   

5/8

World War II- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

World War II- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

হিরোসিমায় যেমন অ্যাটমিক বম্ব ডোম আজও মাথা উঁচু করে বিধ্বংসী বোমার প্রতীক রূপে দাঁড়িয়ে। কঙ্কালসার হলেও কান পাতলে ইতিহাসের কান্না সেখানে শোনা যায়।

6/8

1945 atomic blasts- পরমানু বিস্ফোরণ

1945 atomic blasts- পরমানু বিস্ফোরণ

 ৯ই আগস্ট সেই বোমা বিস্ফোরণের মুহূর্ত অর্থাৎ ১১টা ২ মিনিটে থেমে যাওয়া একটি ঘড়ি আজও রয়েছে নাগাসাকিতে। 

7/8

blast anniversary - ব্লাস্ট অ্যানিভার্সরি

 blast anniversary - ব্লাস্ট অ্যানিভার্সরি

অকল্পনীয় বিপর্যয়, অমানবিকতার চরমতম সাক্ষী। সে বিধ্বংস আজ জাপানের প্রতীক হিসেবে রয়েছে শহরে। 

8/8

76th anniversary of Hiroshima and Nagasaki- ৭৬ বছরে ইতিহাস

76th anniversary of Hiroshima and Nagasaki- ৭৬ বছরে ইতিহাস

৭৬ বছরে ইতিহাসে বদল আসেনি। যুদ্ধ থামলেও  যুদ্ধাবহ বজায়। সত্যিই যে শহরদুটিকে ভুলে যাওয়ার কথাও ইতিহাসের ভয়ঙ্কর সাক্ষী হিসেবে তা ভুলতে পারা গেল কোথায়?