আমেরিকায় আটকে রয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী হকি দলের সদস্য, চাইলেন সাহায্য

Apr 09, 2020, 22:06 PM IST
1/5

১৯৭৫ বিশ্বকাপজয়ী হকি দলের সদস্য ছিলেন তিনি। সেই অশোক দিওয়ান আটকে রয়েছেন আমেরিকায়। চিকিত্সার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু করোনার জন্য বিশ্বজুড়ে লকডাউন। আর পরিস্থিতির শিকার তিনি। ১৯৭৬ অলিম্পিক গেমসে ভারতীয় দলের হয়েও খেলেছিলেন তিনি। 

2/5

আমেরিকায় আটকে হকি তারকা

আমেরিকায় আটকে হকি তারকা

ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান নরেন্দ্র বত্রা ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি। ২০ এপ্রিল অশোক দিওয়ানের ভারতে ফেরার কথা ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তাঁর ফেরা সম্ভব নয়।

3/5

আমেরিকায় আটকে হকি তারকা

আমেরিকায় আটকে হকি তারকা

অশোক দিওয়ান বলেছেন, আমার কোনও স্বাস্থ্য বিমা ্নেই। আমেরিকায় চিকিত্সার খরচ প্রচুর। ক্রীড়ামন্ত্রী ও বিদেশমন্ত্রীর কাছে অনুরোধ, আপনারা আমার চিকিত্সার যদি ব্যবস্থা করেন! না হলে আমাকে ভারতে ফেরার ব্যবস্থা করে দিন দয়া করে। 

4/5

আমেরিকায় আটকে হকি তারকা

আমেরিকায় আটকে হকি তারকা

জার্মানিতে আটকে রয়েছেন বিশ্বনাথন আনন্দ। বুন্দেশলিগ চেস টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন তিনি। ফেরার কথা ছিল ১৬ মার্চ। 

5/5

আমেরিকায় আটকে হকি তারকা

আমেরিকায় আটকে হকি তারকা

আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদি্‌ন লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতে আনন্দের স্ত্রী অরুণা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি আশা করছেন, সরকারের তরফে তাঁর স্বামীকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।