বাঁদুরে রঙ সঙ্গে আবির লাগলেই চুলের বারোটা-পাঁচ, দোল খেলার আগে নিন এই যত্নগুলি

Mar 26, 2021, 15:18 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: দোল খেলার পর অবাধ্য রঙ তুলতে গিয়ে চুলের বারোটা বেজে যায়। বাঁদুরে রঙ সহ আবিরে জলে রুক্ষ হয়ে যায় চুল। পাশাপাশি ঝড়তে থাকে একগুচ্ছ চুল। কারণ কোন রঙে  toxic আছে তা বোঝা মুশকিল।  তাই এই সমস্যায় জর্জরিত হওয়ার আগে চুলকে প্রটেকশন দিন। 

2/6

তেল দিন চুলে

তেল দিন চুলে

নারকেল তেল ও রসুন দিয়ে মালিশ করুন স্কাল। তারপর ঘণ্টা ক্ষানিক রেখে শ্যাম্পু করে নিন। 

3/6

চুলে কভার

চুলে কভার

চুলে হেয়ার কভার পরে, তারপর ওড়না দিয়ে ঢেকে নিন।  রঙ লাগলেও তার পরিমাণ অনেক কম হবে। ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে আসবে।

4/6

চুল ধুয়ে ফেলুন জলে

চুল ধুয়ে ফেলুন জলে

শ্যাম্পু নয়, প্রথমে জল দিয়ে ধুয়ে ফেলুন চুল। ভালো করে জল দিয়ে রঙ তোলার পর তারপরই শ্যাম্পু করুন। কন্ডিশনার লাগাবেন। 

5/6

হেয়ার মাস্ক

হেয়ার মাস্ক

দোল খেলতে যাওয়ার আগে চুলে লাগান হেয়ার মাস্ক। কোনও পছন্দসই ব্র্যান্ডের হেয়ার মাস্ক লাগাতে পারেন। নয়ত ঘরোয়া হেয়ার মাস্কও ব্যবহার করতে পারেন।  

6/6

হেয়ার মাস্ক বানানোর পদ্ধতি

হেয়ার মাস্ক বানানোর পদ্ধতি

একটি পাত্রে তেল, কারি পাতা ও জবা ফুল (Hibiscus Flower) নিয়ে অল্প আঁচে জ্বাল দিতে হবে এবং নাড়াতে থাকতে হবে। কিছু ক্ষণ পরে গরম হয়ে গেলে তেল ছেঁকে আলাদা করে রাখতে হবে। তেল যখন ইষদুষ্ণ গরম হবে, তখন চুলের গোড়ায় ও পুরো চুলে (Hair) লাগিয়ে ভালো ভাবে মাসাজ (Massage) করে নিতে হবে। তার পর একটি গরম তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে চুল ভাল করে ধুয়ে ফেলতে হবে। মধু আর অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে হালকা গরম করে নিতে হবে। এ বার এই মিশ্রণ আপনার ভেজা চুলে লাগিয়ে নিয়ে একটা মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে মাথায় একটা শাওয়ার ক্যাপ পরে নিন। এ ভাবে আপনার চুলে মাস্কটি লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলতে হবে।