Holi 2023: গানে-আবীরে ভাসল সোনাঝুরি, মায়াপুরের প্রভুর নামে মাতোয়ারা ভক্তরা

Mar 07, 2023, 11:19 AM IST
1/5

বসন্ত উত্সবের দিন বাঙালির একটি গন্তব্য হল শান্তিনিকেতন। বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উত্সবের আয়োজন না করলেও শান্তিনিকেতন দেল উত্সবে মানুষের উত্সাহের কোনও ঘাটতি নেই। তথ্য-প্রসেনজিত্ মালাকার ও শিলাদিত্য কর

2/5

সোনাঝুরিতে মানুষজন মাতলেন দোল উত্সবে। হাজার হাজার মানুষ সোনাঝুরির বিভিন্ন প্রান্ত সকাল থেকেই আবীর খেলায় মেতে ওঠেন।  বিশ্বভারতীর আদলে সোনাঝুরিতে বসন্ত উত্সবের আয়োজন করা হয় এক নম্বর ওয়ার্ডের তরফে। তথ্য-প্রসেনজিত্ মালাকার ও শিলাদিত্য কর

3/5

গানে নাচে মাতলেন এলাকার মানুষ থেকে বাইরে থেকে আসা মানুষজন। প্রশাসনের মতে শান্তি নিকেতনে আজ পাচ লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়েছে। তথ্য-প্রসেনজিত্ মালাকার ও শিলাদিত্য কর   

4/5

গতকাল রাতেই ইসকনের গেটের বাইরে রাস্তায় শুয়ে ছিলেন ভক্তরা। সবার অপেক্ষা কখন খুলবে মন্দিরের গেট। মঙ্গলবার গেট খুলতেই হরে রাম, করে কৃষ্ণ ধ্বননিতে ভরে উঠল মন্দির চত্বর। গত ৭ ফেব্রুয়ারি থেকেই দোল উপলক্ষ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয়েছে।  তথ্য-প্রসেনজিত্ মালাকার ও শিলাদিত্য কর

5/5

একশো দেশ থেকে ১৫ হাজার বিদেশি পুন্যার্থী এবার এসেছেন মায়াপুরে। তারা সারাদিন মেতে রয়েছেন হোলিতে। তবে রঙের দোলের প্রচালন নেই মায়াপুরে। একমাত্র ভক্তিতেই ভাসলেন ভক্তকুল। তথ্য-প্রসেনজিত্ মালাকার ও শিলাদিত্য কর