Jalpaiguri: এবার 'দুয়ারে জ্যান্ত মাছ', রাজ্য সরকারের বিশেষ ভ্রাম্যমান গাড়ি বেরোল রাস্তায়
দুয়ারে দুয়ারে এবার জ্যান্ত মাছ পাচ্ছেন গ্রাহকরা। রুই, কাতলা, মৃগেল, শোল, বাটা, শিং, মাগুর-সহ সমস্ত রকম মাছই একেবারে জ্যান্ত অবস্থায় পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। গ্রাহকদের সামনেই ওজন করে, কেটে পরিস্কার করে হাতে তুলে দেওয়া হচ্ছে মাছ।
1/6
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাসিন্দা মৎস্যচাষী কেয়া রায়ের মাধ্যমে প্রথম শুরু হয়েছে এই প্রকল্প। প্রকল্পের নাম দেওয়া হয়েছে জীবন্ত মাছের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র। কুড়ি লক্ষ টাকার এই প্রকল্পের জন্য কেয়া রায়কে ১২ লক্ষ টাকা সরকারি সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান জেলাশাসক। এই প্রকল্পের জন্য মোটরবাইক, টোটো ও ভ্যানও দেওয়া হয়েছে।
5/6
6/6
photos