রঙে মাখামাখি নিক-প্রিয়াঙ্কা, হোলি পার্টির পর পুণের বাগান বাড়িতে অবসরযাপন সেলেব দম্পতির

Mar 10, 2020, 09:55 AM IST
1/6

রঙের উতসবে মেতে উঠতে নিউ ইয়র্ক থেকে ভারতে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসকে নিয়ে মুম্বইয়ে ইশা অম্বানির পার্টিতে হাজির হন পিগি 

2/6

ইশা অম্বানির পার্টির পর নিক জোনাসকে নিয়ে পুণেতে উড়ে যান প্রিয়াঙ্কা চোপড়া। নাতাশা পুনাওয়ালা এবং আদর পুনাওয়ালার পুণের বাগান বাড়িতেই হাজির হন প্রিয়াঙ্কারা। মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থ চোপড়াও হাজির হন পিগিদের সঙ্গে 

3/6

পুণের বাগান বাড়িতে হাজির হয়ে নাতাশা এবং আদর পুনাওয়ালাকে ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা চোপড়া। 

4/6

তবে ইশা অম্বানির হোলি পার্টির পর প্রিয়াঙ্কারা ফের মার্কিন মুলুকে উড়ে যাবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।  তবে জোনাস ব্রাদার্সদের কনসার্টের জন্য নিক শিগিগিরই ফের মার্কিন মুলুকে পাড়ি দেবেন বলে পাওয়া যাচ্ছে খবর 

5/6

এদিকে নিক জোনাসকে নিয়ে যখন প্রিয়াঙ্কা হোলি পার্টিতে মেতে উঠেছেন, সেই সময় অভিনেত্রীর ভাই সিদ্ধার্থও নতুন বান্ধবীর সঙ্গে বাগদান সেরে ফেলেছেন বলে খবর 

6/6

জানা যাচ্ছে, অবিনেত্রী নীলম উপাধ্যায়ের সঙ্গেই বর্তমানে সম্পর্কে জড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া