কোচ শাস্ত্রীকে তিন মাসের অগ্রিম দিয়েছে বোর্ড!

Sep 10, 2018, 17:02 PM IST
1/7

1

কোচ শাস্ত্রীকে তিন মাসের অগ্রিম দিয়েছে বোর্ড!

# বোর্ডের তরফে ভারতীয় ক্রিকেটার এবং কোচকে কী পরিমাণ অর্থ দেওয়া হয়েছে, সেই তথ্য সামনে নিয়ে এল বিসিসিআই।

2/7

2

কোচ শাস্ত্রীকে তিন মাসের অগ্রিম দিয়েছে বোর্ড!

# বিরাট কোহলি : অধিনায়ক বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও একদিনের সিরিজের ম্যাচ ফি এবং আইসিসি-র পুরস্কার মূল্য বাবদ পেয়েছেন ১.২৫ কোটি টাকা।

3/7

3

কোচ শাস্ত্রীকে তিন মাসের অগ্রিম দিয়েছে বোর্ড!

# রোহিত শর্মা : এশিয়া কাপে ভারতের অধিনায়ক রোহিত শর্মা পেয়েছেন ১.৪২ কোটি টাকা। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ ও একদিনের সিরিজ এবং শ্রীলঙ্কায় নিদহাস ট্রফির ম্যাচ ফি দেওয়া হয়েছে তাঁকে। আইসিসি-র পুরস্কার মূল্যের ভাগও পেয়েছেন তিনি।  

4/7

4

কোচ শাস্ত্রীকে তিন মাসের অগ্রিম দিয়েছে বোর্ড!

# শিখর ধাওয়ান : বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান পেয়েছেন মোট ২.৮০ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের রিটেনারশিপ ফি ছাড়াও এতে রয়েছে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের রিটেনারশিপ ফি। শ্রীলঙ্কা সফরের ম্যাচ ফি-ও দেওয়া হয়েছে তাঁকে।

5/7

5

কোচ শাস্ত্রীকে তিন মাসের অগ্রিম দিয়েছে বোর্ড!

# রবিচন্দ্রন অশ্বিন : অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ২.৭৫ কোটি টাকা। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের রিটেনারশিপ ফি পেয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় চলতি বছর হওয়া টেস্ট সিরিজের ম্যাচ ফি-ও পেয়েছেন তিনি। আইসিসি-র পুরস্কারমূল্যের একটা অংশও পেয়েছেন অশ্বিন।

6/7

6

কোচ শাস্ত্রীকে তিন মাসের অগ্রিম দিয়েছে বোর্ড!

# ভুবনেশ্বর কুমার : ভুবনেশ্বর কুমার পেয়েছেন ৩.৭৩ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের রিটেনারশিপ ফি পেয়েছেন তিনি।দক্ষিণ আফ্রিকায় চলতি বছর হওয়া টেস্ট ও একদিনের সিরিজের ম্যাচ ফি-ও পেয়েছেন তিনি। আইসিসি-র পুরস্কারমূল্যের একটা অংশও পেয়েছেন ভুবি।

7/7

7

কোচ শাস্ত্রীকে তিন মাসের অগ্রিম দিয়েছে বোর্ড!

# রবি শাস্ত্রী (কোচ) : বোর্ডের তরফে অগ্রিম হিসেবে ২.০৫ কোটি টাকা দেওয়া হয়েছে রবি শাস্ত্রীকে। যার মেয়াদ ১৮ জুলাই থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। ঘটনা হল, কোনও ক্রিকেটারকে কিন্তু অগ্রিম অর্থ দেওয়া হয়নি। একমাত্র কোচ শাস্ত্রীকেই আগ্রিম দেওয়া হয়েছে।