উত্সবের মরসুমে কীভাবে নিশ্চিত তত্কাল টিকিট পাবেন? জেনে নিন

Sep 27, 2018, 21:05 PM IST
1/6

কীভাবে তত্কাল টিকিট কাটবেন?

online_1

অনলাইনে টিকিট বুকিং নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয় যাত্রীদের। যাত্রার তথ্য ভরার জন্য মেলে ২৫ সেকেন্ড। ১০ সেকেন্ড মেটাতে হয় টিকিটের দাম। একজন ব্যবহারকারীর আইডি থেকে মাসে সর্বাধিক ৬টি টিকিট বুকিং করাতে পারেন। সকাল ৮টা থেকে ১০টার মধ্যে কেবলমাত্র ১০টি টিকিট বুক করা যায়। তত্কাল টিকিট কেটে নিশ্চিত বা কনফার্ম হওয়ার কয়েকটি পরামর্শ রইল আপনাদের জন্য-     

2/6

কীভাবে তত্কাল টিকিট কাটবেন?

online_2

অনলাইনে টিকিট বুকিংয়ের সময় ইন্টারনেট পরিষেবা ভাল থাকা প্রাথমিক শর্ত। হাইস্পি়ড ডেটা তাই বাঁচিয়ে রাখুন।

3/6

কীভাবে তত্কাল টিকিট কাটবেন?

online_3

তত্কাল টিকিট বুকিংয়ের সময় নেটব্যাঙ্কিংয়ের ব্যবহার করলে নিশ্চিত হওয়ার সম্ভাবনা বাড়ে। ক্রেডিট ও ডেবিট কার্ডে ভাড়া মেটাতে সময় লাগে। আইআরসিটিসি-তে নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে সবচেয়ে দ্রুত টিকিট কাটা যায়।   

4/6

কীভাবে তত্কাল টিকিট কাটবেন?

online_4

তত্কাল টিকিট কাটার সময়ে জনপ্রিয় ট্রেন বাছবেন না। এমন ট্রেন বাছুন যাতে ভিড় কম হয়। এমন সময়ের ট্রেন বাছুন যার যাত্রার সময় বেশি রাতের দিকে বা ভোরে। ওই সময় ভিড় অনেকটাই কম হয়।      

5/6

কীভাবে তত্কাল টিকিট কাটবেন?

online_5

তত্কাল বুকিংয়ের সময় থ্রিএসি আগে ভরেন বেশিরভাগ যাত্রী। সে জন্য ২এসি-র টিকিট বুক করানোই শ্রেয়। 

6/6

কীভাবে তত্কাল টিকিট কাটবেন?

online_6

তত্কাল টিকিট বুকিং শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্যাবলি সঙ্গে রাখুন। এতে সময় বাঁচবে। টিকিট কনফার্ম হওয়ার সুযোগ বাড়ে।