1/6
aadhaar 6
2/6
aadhaar 5
আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার করা রয়েছে, সেই নম্বর থেকে ১৪৫৪৬ নম্বরে ফোন করুন। এবার একটি ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স বা IVR থেকে আপনার ১ এবং ২-এর মধ্যে থেকে একটি বেছে নিতে বলা হবে। আপনি যদি ভারতীয় হন, তাহলে ১ প্রেস করুন। আর আপনি যদি প্রবাসী হন, তাহলে ২ প্রেস করুন। তারপরই আপনাকে আধার নম্বর দিতে বলা হবে।
photos
TRENDING NOW
3/6
aadhaar 4
4/6
aadhaar 3
5/6
aadhaar 2
টেলিকম সার্ভিস প্রোভাইডরের সঙ্গে আধার নম্বর শেয়ার করুন। এরপর আপনাকে আধারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন, নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, এবং যা যা চাওয়া হবে, সেই সমস্ত তথ্য দিন। তথ্য দেওয়ার পরই আধার নম্বরের সঙ্গে মোবাইল লিঙ্ক ভেরিফিকেশন আবারও করার জন্য আবারও একটি OTP আসবে। যা আপনাকে দিতে হবে। OTP দেওয়ার পরই আপনার কাছে একটি SMS আসবে। যাতে বলা হবে আপনার মোবাইলের সঙ্গে আধার লিঙ্কের ভেরিফিকেশন হয়ে গিয়েছে।
photos