ঘরে বসে নিজেই খুব সহজে মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করে নিন

Mar 13, 2018, 15:57 PM IST
1/6

aadhaar 6

ঘরে বসে নিজেই খুব সহজে মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করে নিন

মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার। ওই তারিখের মধ্যে মোবাইলের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করে নেওয়া বাধ্যতামূলক। এবার বাড়িতে বসে নিজেই মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করে নিতে পারবেন। কীভাবে করবেন? জেনে নিন-  

2/6

aadhaar 5

ঘরে বসে নিজেই খুব সহজে মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করে নিন

আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার করা রয়েছে, সেই নম্বর থেকে ১৪৫৪৬ নম্বরে ফোন করুন। এবার একটি ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স বা IVR থেকে আপনার ১ এবং ২-এর মধ্যে থেকে একটি বেছে নিতে বলা হবে। আপনি যদি ভারতীয় হন, তাহলে ১ প্রেস করুন। আর আপনি যদি প্রবাসী হন, তাহলে ২ প্রেস করুন। তারপরই আপনাকে আধার নম্বর দিতে বলা হবে।

3/6

aadhaar 4

ঘরে বসে নিজেই খুব সহজে মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করে নিন

১২ ডিজিটের আধার নম্বর দেওয়ার পর IVR থেকে আপনাকে ফের আধার নম্বর দিতে বলা হবে এবং কনফার্ম করার জন্য ১ প্রেস করতে বলা হবে। যদি আপনি ভুল আধার নম্বর দিয়ে ফেলেন, তাহলে ২ প্রেস করে আবার ঠিক করে আধার নম্বর দিন।

4/6

aadhaar 3

ঘরে বসে নিজেই খুব সহজে মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করে নিন

১ প্রেস করা মাত্র আপনার রেজিস্টার করা মোবাইলে একটি ৬ ডিজিটের OTP চলে আসবে। ৩০ মিনিটের মধ্যে সেই OTP আপনাকে দিতে হবে। OTP দেওয়ার পর আপনাকে আপনার মোবাইল নম্বর সম্পর্কে জানতে চাওয়া হবে।

5/6

aadhaar 2

ঘরে বসে নিজেই খুব সহজে মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করে নিন

টেলিকম সার্ভিস প্রোভাইডরের সঙ্গে আধার নম্বর শেয়ার করুন। এরপর আপনাকে আধারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন, নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, এবং যা যা চাওয়া হবে, সেই সমস্ত তথ্য দিন। তথ্য দেওয়ার পরই আধার নম্বরের সঙ্গে মোবাইল লিঙ্ক ভেরিফিকেশন আবারও করার জন্য আবারও একটি OTP আসবে। যা আপনাকে দিতে হবে। OTP দেওয়ার পরই আপনার কাছে একটি SMS আসবে। যাতে বলা হবে আপনার মোবাইলের সঙ্গে আধার লিঙ্কের ভেরিফিকেশন হয়ে গিয়েছে।

6/6

aadhaar 1

ঘরে বসে নিজেই খুব সহজে মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করে নিন

UIDAI-র পক্ষ থেকে আপনি রেজিস্টার করা ইমেল আইডিতে একটি কনফার্মেশন ইমেলও পাবেন।