হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন কীভাবে? জেনে নিন

Oct 19, 2020, 13:53 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: হোয়াটসঅ্যাপ কল রেকর্ড হয় না। কাজের ক্ষেত্রে হোক বা প্রমাণ রাখা যায় না হোয়াটসঅ্যাপ মারফত কল করা হলে। কিন্তু এই প্রতিবেদন আপনাকে ধারণা দেবে কীভাবে হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে হয়।  

2/6

ডাউনলোড করুন Real Call Recorder। গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন  এই অ্যাপ।   

3/6

সেটিংসে গিয়ে অডিও ফরম্যাট সিলেক্ট করুন। 

4/6

ইনস্টলেশন প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে অ্যাপটি খুলুন এবং আপনি অন করে রাখুন। রেকর্ডিং অপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করুন।

5/6

কল শেষের পর সেই রেকর্ড অন্যত্র পাঠিয়ে দিতে পারবেন আপনি। 

6/6

কল রেকর্ড হয়ে গেলে সেটির নোটিফিকেশন স্ক্রিনের উপর ভেসে উঠবে।