পুজোর আগে ১০টি ঘরোয়া উপায়ে রোদে পোড়া মুখের জেল্লা ফেরান

Oct 06, 2018, 21:58 PM IST
1/11

রোদে পোড়া মুখের জেল্লা ফেরানোর টিপস

sun_1

সকালে বেশিক্ষণ বাইরে থাকতে হয়? কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন যেতে হয়? তাহলে সান ট্যান তো নিশ্চিতভাবেই আপনার মুখে পড়েছে। পুজোর আর এক সপ্তাহ বাকি। তার আগে কীভাবে সান ট্যান থেকে মুক্তি মিলবে?   

2/11

লেবু

sun_2

সান ট্যান থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় লেবু। লেবু কেটে মুখে মাখুন। লেবুর রস কিছুক্ষণ রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। 

3/11

বেসন ও দই

sun_3

২-৩ চামচ বেসন ও ১-২ চামচ দই নিন। দুটি উপাদান ভাল করে মেশান। এরপর মিশ্রনটি মুখে মেথে ২০-২৫ মিনিট বসে থাকুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।   

4/11

আলু

sun_4

আলুর কেটেও মুখে মাখতে পারেন। এক্ষেত্রেও কিছুক্ষণ রেখে তুলে নিন।   

5/11

মধু ও পাকা পেঁপে

sun_5

মধু ও পাকা পেঁপে একসঙ্গে মেখে মিশ্রণ করুন। ৩০ মিনিট ধরে মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন। 

6/11

sun_6

স্ট্রবেরি ও ক্রিমের মিশ্রণ তৈরি করুন। ২০ মিনিট লাগিয়ে বসে থাকুন।  

7/11

চন্দন

sun_7

ট্যান থেকে মুক্তি পেতে চন্দন অব্যর্থ ঔষধি। মুখে লাগাতে পারেন চন্দন।   

8/11

হলুদ ও দুধ

sun_8

হলুদ ও দুধের মিশ্রণ তৈরি করুন। আধ ঘণ্টা মুখে মেখে থাকার পর ঠাণ্ডা জলে ধুয়ে নিন।   

9/11

অ্যালোভেরা

sun_9

অ্যালোভেরার রস বা জেল ত্বককে মসৃণ করে ও সান ট্যান দূর করে।

10/11

নারকেল দুধ

sun_10

নারকেল দুধ ত্বকের জেল্লা বাড়ায়। 

11/11

বাটার মিল্ক ও ওটমিল

sun_11

বাটার মিল্ক ও ওটমিল মেশান। আধ ঘণ্টা মুখে ভাল করে ম্যাসাজ করুন। তারপর মুখ ধুয়ে নিন।