DA Movement: পাশেই অভিষেকের সভা, পুলিসের দুর্ভেদ্য ঘেরাটোপে সংগ্রামী যৌথ মঞ্চের শহিদ মিনারের ছাউনি

Mar 29, 2023, 12:50 PM IST
1/5

হাইকোর্টের কড়া নির্দেশ। তাই আজ পুলিসের ঘেরাটোপে ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের শহিদ মিনারের ছাউনি। ফলে মাতঙ্গিনি মূর্তির পাশ দিয়ে ডিএ মঞ্চ হয়ে শহিদ মিনার চত্বরে যেতে পারবেন না অভিষেকের সভায় আসা তৃণমূলের ছাত্র-যুবরা। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

2/5

মিছিলে আসা লোকজন যাতে ডিএ মঞ্চের কাছে আসতে না পারে তার জন্য কিউআরটি ভ্য়ান ও পিসিআর ভ্যান দাঁড় করিয়ে রেখেছে পুলিস। এর পরেই রয়েছে গার্ড রেল। ও যৌথ মঞ্চের লেকজনের প্রহরা।  আগামি কাল ডিএ আন্দলনের মিছিল। কাল আদালত যা যা বলেছিল, সব মেনে আজ বসেছি।  কর্মসূচি চলবে। ধর্না চলবে। অভিষেকের সভা চলাকালীন আর কোনো প্রেস বাইট নয়। সভা শেষ হলে আবার মাইকিং ও প্রেস বাইট। ডিসি সাউথ অনুরোধ জানিয়েছেন। অভিষেকের সভা চলাকালীন মাইক বন্ধ রাখতে। এটা আদালতের নির্দেশের ওপর পুলিশি খবরদারি। ওপার থেকে কোনো প্ররোচনা বা উস্কানি এলে কাল আদালতে যাবো। অভিষেক ও মুখ্যমন্ত্রী আজ এতো কাছে এলেন। আমরা 62 দিন ধর্নায়। দুরত্ব ঘুচবে কিনা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন। আমরা দুরত্ব ঘোচাতে ত্রিপাক্ষিক বৈঠক চেয়েছিলাম। উনি এমন দুরত্ব তৈরি করছেন, কি জানি এবার হয়তো রাজ্যবাসি তার সঙ্গে এমন দুরত্ব তৈরি করলেন, তিনি দূরে চলে গেলেন। বললেন, যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।  -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল  

3/5

ডিএ মঞ্চের একশো মিটার দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছে। তার মধ্য়ে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ পাওয়ার পুলিস এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। ফলে এদিক ওদিক হওয়ার কোনও উপায় নেই। কোনও ত্রুটি রয়েছে কিনা তা বুঝতে ডিএ মঞ্চের আসপাশের এলাকা ঘুরে দেখেছেন পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

4/5

মঞ্চের সামনে পালা করে গার্ড দিচ্ছেন যৌথ মঞ্চের তিন জন করে সদস্য। যাদের বুকে ঝুলছে পরিচয়পত্র। কারণ একমাত্র তাদের পক্ষেই বোঝা সম্ভব, কে প্রকৃত ডিএ আন্দোলনকারী এবং কে নয়। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল  

5/5

এরপর ডিএ মঞ্চের দিকে এগোতেই মাটি থেকে পঞ্চাশ ফুট উঁচু পুলিশের ওয়াচ টাওয়ার। আর বাকি পুরোটাই ঘেরা পনেরো ফুট উঁচু টিনের ব্যারিকেড দিয়ে। তা টপকে আসার তো প্রশ্নই নেই। এমনকি ওপার (অভিষেকের সভাস্থল) থেকে এপারে কি আছে তা ঘুণাক্ষরেও টের পাওয়ার জো নেই। ডিএ মঞ্চের সামনে ভোর বেলা থেকেই মোতায়েন পুলিস। পরিচিত মুখ ছাড়া কাউকে দেখা গেলেই বাঁজখাই গলায় প্রশ্ন কি চাই?  শহিদ মিনারে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ১ জন অ্যাডিশনাল সিপি ও ২ জন জয়েন্ট সিপি। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল