কাকদ্বীপে জালে পড়ল বিশাল আকারের শঙ্কর মাছ, ওজন শুনলে চমকে যাবেন

Mar 25, 2019, 09:50 AM IST
1/5

S 5

S 5

এরকম বিশাল আকারের শঙ্কর মাছ আগে দেখেননি এলাকার মানুষজন। রবিবার প্রায় ২০০ কেজি ওজনের একটি শঙ্কর মাছ ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে।

2/5

S 4

S 4

এদিন মাছটিকে ধরে কাকদ্বীপের ৮ নম্বর এলাকার ৩ নম্বর জেটিঘাটে আনা হয়। মাছটিকে দেখতে এদিন জেটিঘাটে ভিড় জমান অসংখ্য মানুষ।

3/5

S 3

S 3

স্থানীয় সূত্রে জানা যায়,  রবিবার রাতে এলাকার বাসিন্দা দুখিরাম দাস এক সঙ্গীকে সঙ্গে নিয়ে ছোট ডিঙ্গি নৌকাতে করে মুড়িগঙ্গা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। গভীর রাতে তাঁরা যখন নদীতে বিন্দি জাল ফেলেন,  সেই সময় ঐ জালে একটি বিশাল আকৃতির শঙ্কর মাছ ধরা পড়ে।

4/5

S 2

S 2

মাছটি আয়তনে এত বড় ছিল যে, মাছটিকে তাঁরা ২ জনে মিলেও নৌকোতে তুলতে পারেননি। শেষ পর্যন্ত তাঁরা মাছটিকে নৌকার ধারে বেঁধে, নদীর জলে ভাসিয়ে ৩ নম্বর জেটিঘাটে নিয়ে আসেন।

5/5

s 1

s 1

নদী থেকে প্রায় ১২ জন মিলে মাছটিকে নদীর পাড়ে তোলেন। এ বিষয়ে মৎস্যজীবী দুখিরাম দাস জানান, মাছটির ওজন ছিল ২০০ কেজিরও বেশি। আয়তন ছিল ১০ ফুট বাই ১০ ফুট। তবে এত বড় মাছ তিনি আগে কোনদিন দেখেননি বলেও দুখিরাম জানান।