অশনি সংকেত! মরছে শত শত জেব্রা, জিরাফ, হাতি; কেন ভয়ংকর এই বিপর্যয়?
Kenyan Widlife: পর পর চারটি সিজন জুড়ে স্বল্পবৃষ্টি। এর ফলে কেনিয়ার একটা অংশ খরার কবলে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পর পর চারটি সিজন জুড়ে স্বল্পবৃষ্টি। গত দুবছরে বৃষ্টি প্রায় নেই! এর ফলে কেনিয়ার একটা বড় অংশ খরার কবলে। এর তীব্র প্রভাব পড়ছে সেখানকার স্থানীয় মানুষ ও পশুপাখিপ্রাণীদের উপর।
1/6
এমন ছবি বিরল কেনিয়ায়
2/6
সব চেয়ে বেশি মরেছে হাতিই
photos
TRENDING NOW
3/6
মারণ আবহাওয়ার জেরে
4/6
মৃত্যুর মিছিল
5/6
বিঘ্নিত ইকোসিস্টেম
6/6
মরছে বিপন্ন প্রাণীও
পরিবেশবিদেরা অবশ্য বসে নেই। তাঁরা নানারকম নিদান নিয়ে হাজির। একটা অংশ বলছেন, যে-যে অঞ্চলে এই বিপর্যয় ঘটেছে সেখানে অবিলম্বে কৃত্রিম ভাবে জলের ব্যবস্থা করা এবং স্থানে-স্থানে সল্টলিকস তৈরি করা জরুরি। একটি হাতি দিনে কমপক্ষে ২৪০ লিটার জল খায়। ফলে জলের ব্যবস্থাটা না করলেই নয়। তাতে যদি অন্তত আরও কিছু মুমূর্ষু প্রাণীকে বাঁচানো যায়!
photos