ভারতের প্রথম ইলেকট্রিক SUV, লঞ্চ হল Hyundai Kona

Jul 10, 2019, 18:35 PM IST
1/5

লঞ্চ করল Hyundai Kona

লঞ্চ করল Hyundai Kona

লঞ্চ হল ভারতের প্রথম ইলেকট্রিক এসইউভি Hyundai Kona. আকারে এটি হবে Hyundai Creta-র মতো। দাম 25.30 লক্ষ টাকা (এক্স শো-রুম)।

2/5

লঞ্চ করল Hyundai Kona

লঞ্চ করল Hyundai Kona

Hyundai Kona পাওয়া যাবে দুটি ব্যাটারি অপশন-এ। ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেবে ৭-৮ ঘণ্টা। ফাস্ট চার্জার হলে ৮০ শতাংশ চার্জ করা যাবে মাত্র এক ঘণ্টায়। একবার চার্জে ৪৫২ কিমি চলবে Hyundai Kona.

3/5

লঞ্চ করল Hyundai Kona

লঞ্চ করল Hyundai Kona

এক ঘণ্টা চার্জ করতে পারলে Hyundai Kona চলবে ৫০ কিমি পর্যন্ত। ০-১০০ কিমি তুলতে এই গাড়িতে সময় লাগবে ৯.৭ সেকেন্ড। 100 kW-এর একটি মোটর থাকবে গাড়িতে। এই মোটর থেকে 200 bhp শক্তি ও 395 Nm টর্ক পাওয়া যাবে।

4/5

লঞ্চ করল Hyundai Kona

লঞ্চ করল Hyundai Kona

ইকো, কম্ফোর্ট আর স্পোর্ট- এই তিনটি ড্রাইভিং মোড থাকবে Hyundai Kona-তে। থাকবে 8 ইঞ্চি ইনফোটেনমেন্ট ডিসপ্লে ও স্মার্টফোন কানেক্টিভিটি। ওয়্যারলেস চার্জিং-এর ব্যবস্থাও থাকবে। এছাড়া থাকবে ভেন্টিলেটেড সিট।

5/5

লঞ্চ করল Hyundai Kona

লঞ্চ করল Hyundai Kona

জানা গিয়েছে, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও দিল্লিতে ইলেকট্রিক গাড়ি চার্জিং-এর জন্য পরিকাঠামো গড়বে Hyundai। চার্জিং স্টেশনে এক ঘন্টায় 80 শতাংশ চার্জ হবে Hyundai Kona। চেন্নাইয়ে একটি কারখানায় তৈরি হবে Hyundai Kona।