নাপোলিতে সামার ইউনিভার্সিটি গেমসে সোনা জিতলেন ভারতের দ্যুতি চাঁদ

| Jul 10, 2019, 18:04 PM IST
1/4

1

দেশের নাম উজ্জ্বল করলেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ। নাপোলিতে অনুষ্ঠিত সামার ইউনিভার্সিটি গেমসে ১০০ মিটারে সোনা জিতেলেন তিনি।

2/4

2

২৩ বছর বয়সী দ্যুতি ১১.৩২ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করেন।

3/4

3

সামার ইউনিভার্সিটি গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিলেন দ্যুতি। এর আগে কোনও ভারতীয় অ্যাথলিট প্রতিযোগিতার ফাইনালে ওঠেননি। প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে ইতিহাস গড়লেন তিনি।

4/4

4

ওড়িশায় নিজের ইউনিভার্সিটি KIIT-কে পদকটি উত্সর্গ করেন।