রোনাল্ডোকে মিস করছেন মেসি!

| Mar 30, 2019, 15:29 PM IST
1/4

1

২০০৮ সাল থেকে লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির দ্বৈরথ দেখে এসেছে ফুটবল বিশ্ব। একে অপরকে ছাপিয়ে যাওয়ার ছায়াযুদ্ধে মাতোয়ারা ছিলেন দুই তারকা ফুটবলার। টানা ৯ বছর দুজন খেলেছেন একই লিগে। মেসি বার্সেলোনায়, আর রোনাল্ডো রিয়াল মাদ্রিদে।

2/4

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের সঙ্গে মুখোমুখি লড়াইটা মিস করছেন বলেই এক সাক্ষাত্কারে জানিয়েছেন এলএমটেন।

3/4

3

মেসি জানান, "রোনাল্ডোর মতো ফুটবলারের উপস্থিতি লা লিগার সম্মানকে আরও বাড়িয়ে দেয়। আমি আসলে ক্রিশ্চিয়ানোর অভাব অনুভব করি। বলতে কোনও দ্বিধা নেই যে ওকে ট্রফি জিততে দেখলে খারাপ লাগত।"  

4/4

4

রোনাল্ডোর বর্তমান ক্লাব জুভেন্টাসকে নিয়েও প্রশংসা করেছেন মেসি। এই প্রসঙ্গে তিনি বলেন," রোনাল্ডো যোগ দেওয়ার পর জুভেন্টাসের শক্তি অনেক বেড়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ জিতে যেতে পারে ওরা।"