'ভাতা নয়, চাকরি চাই! না পেলে স্বেচ্ছামৃত‍্যু' শূন্যপদে নিয়োগের দাবিতে বিক্ষোভ 'যুবশ্রী'দের

Dec 01, 2020, 11:35 AM IST
1/5

মৌমিতা চক্রবর্তী: 'দেড় হাজার টাকার ভাতা নয়, কর্ম সংস্থান চাই'। মঙ্গলবার সকালে শূন্যপদে নিয়োগের দাবিতে বিক্ষোভে নামেন হাজার হাজার বেকার যুবক-যুবতী। এদিন একাধিক দাবিতে শিয়ালদহে জমায়েত করে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা।   

2/5

শিয়ালদহ থেকে রানি রাসমণি পর্যন্ত মিছিল করার কথা। তবে পুলিসের অনুমতি মেলেনি। কার্যত রাস্তাতে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা।  

3/5

মঙ্গলবার সকাল ১১ টায় অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব‍্যানারে হাজার হাজার বিক্ষোভকারীরা শিয়ালদহ চত্বরে জমায়েত করেন। এরপর সেখান থেকে রানি রাসমণি রোডের দিকে এগোচ্ছে মিছিল।   

4/5

রাজ্য সরকারের কাছে তাঁদের দাবি, দেড় হাজার টাকার যুবশ্রী ভাতা নয়, প্রাপ্য চাকরি দিয়ে তাঁদের অন্নসংস্থান করুন সরকার। প্রাপ্য চাকরি না পেলে আগামী ভোটে রাজ্যসরকারকে ভোট না দেওয়ার কথাও বলছেন বিক্ষোভকারীরা।   

5/5

এদিন প্লেটে চাল-ডাল, লঙ্কা-নুন নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। চাকরি না পেলে স্বেচ্ছামৃত্যুর পথে হাঁটবেন বলেও জানিয়েছেন অনেকে।