ICC World Cup 2019: কিউই ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ইতিহাস বোল্টের

| Jun 30, 2019, 17:38 PM IST
1/4

1

ভারতের মহম্মদ শামির পর ২০১৯ সালে বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিকটি করলেন নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

2/4

2

শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসের শেষ ওভারে উসমান খোয়াজা ও মিচেল স্টার্ককে পর পর দুটো বলে বোল্ড করার পর তৃতীয় বলে জেসন বেহেরনড্রফকে এলবিডব্লিউ করেন বোল্ট।  

3/4

3

বিশ্বকাপের ইতিহাসে এটি ১১ নম্বর হ্যাটট্রিক।

4/4

4

প্রথম কিউই বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন ট্রেন্ট বোল্ট।