'লাদাখ নিয়ে চিনের সঙ্গে কথা বলা যায়, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে নয় কেন!'

Nov 29, 2020, 18:33 PM IST
1/5

কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তানের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে না কেন? প্রশ্ন পিডিপি প্রধান মেহবুবা মুফতির। রবিবার এক সাংবাদিক সম্মেলনে মেহবুবা মুফতি বলেন, লাদাখের একাংশ দখল করে নিয়েছে চিন। তার পরেও যদি তাদের সঙ্গে কথা বলা যায় তাহলে কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তানের সঙ্গে কথা বলা যাবে না কেন!

2/5

কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের কথিত কথা বলার অনীহা নিয়ে মেহবুবা বলেন, ভারত কাশ্মীরের সঙ্গে কথা বলে চায় না পাকিস্তান মুসলিম দেশ বলেই কি?

3/5

বিজেপির বিরুদ্ধে দেশে এক বিভাজন সৃষ্টি করার অভিযোগ তোলেন মুফতি। বলেন, বিজেপির কাছে একজন মুসলিম মানেই পাকিস্তানের সমর্থক, সর্দার মানেই খালিস্তানি। আর সমাজকর্মী মানেই আরবান নকশাল।

4/5

৩৭০ ধারা নিয়ে পিডিপি নেত্রী বলেন, কাশ্মীরের ৩৭০ ধারা তুলে দিলেই যদি সমস্যা মিটে যেত তাহলে উপত্যাকায় এত সেনা কেন!

5/5

জম্মু ও কাশ্মীরের DDC-র নির্বাচন নিয়ে মুফতি বলেন, যেদিন আমরা ঘোষণা করেছি আমরা DDC-র নির্বাচনে লড়াই করব, সেদিন থেকেই আমাদের কর্মীদের হেনস্থা করা শুরু করে দিয়েছে প্রশাসন।