‘ভারতকে সুরক্ষিত রাখতে বাংলাদেশি অনুপ্রেবশকারীদের খুন করা উচিত’

Aug 02, 2018, 17:05 PM IST
1/9

অসমে নাগরিক পঞ্জিকরণের ঘটনায় এবার প্রভাব পড়ল প্রতিবেশী দুই দেশের সম্পর্কে। ভারত-বাংলাদেশ, দুই দেশের সম্পর্কের মধ্যে শুরু হল চাপানউতর! 

2/9

অসমের ৪০ লাখ মানুষ নাগরিক পঞ্জিকরণ তালিকা থেকে বাদ পড়তেই শাসক দলের পক্ষ থেকে বলতে শুরু করা হয়- এনআরসি তালিকায় (ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনস অব ইন্ডিয়া)  যাদের নাম আসেনি তাঁরা বাংলাদেশি অনুপ্রবেশকারী।

3/9

বিজেপির নেতা-মন্ত্রীরা এও বলেন- বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে, তাঁরাই কেবল শরণার্থী। আর মুসলিমরা অনুপ্রবেশকারী।

4/9

শাসকদলের নেতা-মন্ত্রীদের এমন উস্কানিমূলক বক্তব্যের পর সরব হয় বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে”। 

5/9

রাজ্য বিজেপি নেতারা অসমের  নাগরিক পঞ্জিকরণ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন-বাংলায় ক্ষমতায় আসলে এখানেও ‘অনুপ্রেবশকারী’দের বাস্তুহারা করবে তাঁরা। 

6/9

এবিষয়ে, বাংলাদেশের এক মন্ত্রীর বক্তব্য- এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এতে বাংলাদেশের কোনও যোগ নেই।

7/9

নিজেদের অবস্থান নিয়ে তাত্পর্যপূর্ণ বক্তব্য দিয়ে বাংলাদেশ সরকারের মন্ত্রী বলেন- ‘অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলাদেশি নন’।

8/9

এদিকে এনআরসি এবং অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করে পরিস্থিতি আরও ভয়াবহ করেছেন বিজেপি বিধায়ক রাজা সিং।

9/9

তেলেঙ্গানার বিজেপি বিধায়ক রাজা সিং  অনুপ্রেবেশকারীদের কার্যত খুন করার নিদান দিয়ে বলছেন, “‘ভারতকে সুরক্ষিত রাখতে বাংলাদেশি অনুপ্রেবশকারীদের গুলি করে দেওয়া উচিত”।