'গঙ্গা থেকে মাছ ধরলে দিতে হবে কর'! কোথায় এই একুশে আইন?
Malda Mothabari Fishermen: গঙ্গানদীর তীরে বড় সাইনবোর্ড। তাতে ফরমান--নদী থেকে মাছ ধরলে দিতে হবে কর! উল্লেখ রয়েছে করের পরিমাণও। নির্দিষ্ট পরিমাণ কর দিলেই মাছ ধরা যাবে নদী থেকে। অভিযোগ, সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই ওই অঞ্চলের মৎস্যজীবীদের কাছ থেকে বেআইনি টাকা আদায় চলছেই।
রণজয় সিংহ: গঙ্গানদীর তীরে বড় সাইনবোর্ড। তাতে ফরমান--নদী থেকে মাছ ধরলে দিতে হবে কর! উল্লেখ রয়েছে করের পরিমাণও। মাছের দামের সাপেক্ষে নির্দিষ্ট পরিমাণ কর দিলেই মাছ ধরা যাবে নদী থেকে। অভিযোগ, কলকাতা হাইকোর্ট ও পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গঙ্গানদীতে মাছ ধরে জীবিকা নির্বাহকারী স্থানীয়দের কাছে বেআইনি টাকা তোলা চলছেই। আর এই তোলা দিতে অস্বীকার করলেই তোলাবাজদের চোখরাঙানি, পাশাপাশি মাছ ধরার জাল কেটে নেওয়ার মতো শাস্তি। দাবি, যে পরিমাণ মাছ ধরা পড়বে তার বাজারমূল্যের ২০ শতাংশ তোলা দিতে হবে। একেবারে পশ্চিমবঙ্গ সরকারের নামাঙ্কিত বোর্ড টাঙিয়ে টাকা আদায় হচ্ছে মৎস্যজীবীদের কাছ থেকে। মোথাবাড়ি ধীবর সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে তোলাবাজির এই অভিযোগ উঠেছে।