'চিচিং ফাঁক কিমের দেশ' (পর্ব-২)- যেখানে ছবি তোলা মানা

Jan 16, 2018, 18:59 PM IST
1/10

Kim-1

Kim-1

'চিচিং ফাঁক কিমের দেশ'-এর প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম উত্তর কোরিয়ার সেনাবাহিনীর করুণ অবস্থা। এবারের পর্বে কিমের দেশে সাধারণ মানুষের জীবনযাত্রা তুলে ধরা হল। ফোটোগ্রাফার এরিক ল্যাফর্গের তোলা এই ছবিগুলি সে দেশে নিষিদ্ধ। ছবি সৌজন্যে: Photographer Eric Lafforgue এ দেশের ছেলে মেয়েরা কম্পিউটার শিখছে, তার ছবি তুলতে অসুবিধা নেই। কিন্তু বিদ্যুত্ সংযোগ নেই এমন এলাকার ছবি তোলা যাবে না।

2/10

Kim-2

Kim-2

এক প্রবীণ মাঠে ঘাস কাটছেন এমন ছবি তোলা নিষিদ্ধ। কিমের দেশ মনে করে, এই ছবি প্রমাণ করবে সেখানকার মানুষ ঘাস খায়।

3/10

Kim-3

Kim-3

গ্রামে যেমনই পোশাক পরো না কেন, শহরে এলেই নতুন পোশাক পরতে হবে। এটাই কিমের নির্দেশ।

4/10

Kim-4

Kim-4

পিয়ংইয়ং-র এই স্টেশন পৃথিবীর সবচেয়ে গভীর মেট্রো স্টেশন। এখানে ছবি তোলা নিষিদ্ধ।

5/10

Kim-5

Kim-5

লাইন বানিয়ে সব কাজ করাই এ দেশের জাতীয় খেলা। এখানে সবকিছু শৃঙ্খলাবদ্ধভাবে করা হয়।

6/10

Kim-6

Kim-6

এভাবে শিশুরা কাজ করছে- এই ছবি তোলা নিষিদ্ধ। শিশুশ্রমিক পৃথিবীর কাছে তুলে ধরলে কিমের দেশ ছোটো হয়ে যাবে।

7/10

Kim-7

Kim-7

এক ব্যক্তি সমুদ্র সৈকতে বিশ্রাম নিচ্ছেন। এই ছবি তোলাও নিষিদ্ধ। বিশ্ব মনে করতে পারে এই ব্যক্তি মৃত।

8/10

Kim-8

Kim-8

এখানে শিশুরাও কাজ করে। এটাই কিমের দেশে নিয়ম।

9/10

Kim-9

Kim-9

দারিদ্র বিশ্বের কাছে তুলে ধরা অপরাধ। তাই এই ছবিও কিমের দেশে নিষিদ্ধ।

10/10

Kim-10

Kim-10

নামী-দামি গাড়ির ছবি এখানে অনায়াসে তোলা যেতে পারে। কিমের দেশের বৈভব, ঐশ্বর্য তুলে ধরলে আপনাকে ধন্য ধন্য করবে কিম।