কোনারকের মন্দিরে প্রকাশ্যেই Nilanjana-র গালে আলতো চুমু Iman-র

Apr 03, 2021, 17:34 PM IST
1/8

উষ্ণতম দুপুরে উষ্ণতায় ভরা ইমন ও নীলাঞ্জনের প্রেম। ভূবনেশ্বরের কোনারকের সূর্য মন্দিরে রোম্যান্টিক মুহূর্তে লেন্সবন্দি হলেন সঙ্গীতের জগতের এই দুই তারকা। 

2/8

ইমন-নীলাঞ্জন আপাতত পুরীতে জগন্নাথ দর্শনে গিয়েছেন। সেই ছবিই উঠে এসেছে ইমনের সোশ্যাল মিডিয়ার পাতায়।  

3/8

কোনারকের মন্দিরে নানান পোজে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইমন চক্রবর্তী।  

4/8

আবার কখনও কোনারকের সূর্য মন্দিরে প্রেমে গদগদ হয়ে ধরা দিয়েছেন ইমন-নীলাঞ্জন। ইনস্টাগ্রামে উঠে আসা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেলফি তোলার প্রচেষ্টায় ছিলেন নীলাঞ্জন, আর ঠিক তখনই ইমন এসে তাঁকে চুমু খেয়ে বসেন।

5/8

স্বামী নীলাঞ্জন ঘোষের প্রতি ভালোবাসা প্রকাশ করে ইমন ভিডিয়োর সঙ্গে জুড়ে দিয়েছেন, তাঁর গাওয়া 'মুখার্জিদার বৌ'-এর গান 'ও জীবন তোমার সাথে, কাটাব রূপকথাতে' গানটি।

6/8

২০২১-এর শুরুতে গত ২১ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন গায়িকা ইমন চক্রবর্তী ও সুরকার নীলাঞ্জন ঘোষ। 

7/8

বিয়ের পরও বেশিরভাগ সময় 'সারেগামাপা'র মঞ্চে ব্যস্ততার মধ্যেই কেটেছে ইমন চক্রবর্তীর। হাজারও ব্যস্ততার ফাঁকেই একটু সময় চুরি করে ইমন-নীলাঞ্জন আপাতত পুরী বেড়াতে গিয়েছেন।  

8/8

মার্চের শুরুতেই ইমন-নীলাঞ্জন মধুচন্দ্রিমা কাটাতে দার্জিলিং গিয়েছিলেন।