ভারতের সঙ্গে ইমরান খানের নাড়ির যোগ রয়েছে! জানেন কীভাবে?
Aug 05, 2018, 17:05 PM IST
1/6
S 6
দেশভাগ বহু মানুষকে ঘরছাড়া করেছে। বাংলা ও পাঞ্জাবকে দু’ভাগ করেছে। আজও ভারত ও পাকিস্তানে এমন বহু বিখ্যাত মানুষ রয়েছেন যাদের নাড়ির যোগ রয়েছে সীমান্তের ওপারে। তেমনই একজন ইমরান খান।
2/6
S 5
পাকিস্তানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ইমরান খান। তাঁর নিবিড় যোগসূত্র রয়েছে পাঞ্জাবের জলন্ধরের সঙ্গে। ইমরানের মায়ের জন্ম জলন্ধরের বস্তি দানিসমান্দায়।
photos
TRENDING NOW
3/6
S 4
ইমরানের মা শওকত খানম বেড়ে উঠেছিলেন পাঞ্জাবের জলন্ধরে। ১৯৪০ সালে জলন্ধরের ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে শওকত খানমের পরিবারের বিশেষ ভূমিকা ছিল।
4/6
S 3
দেশভাগের পর পাঞ্জাবের অধিকাংশ মুসলিম পরিবারের মতো শওকত খানমের পরিবারও পাকিস্তান চলে যায়। সেদিক থেকে দেখতে গেলে ইমরানের মামারবাড়ি আদতে ভারতেই।
জলন্ধরের বস্তি দানিশমান্দায় শওকত খানমের প্রতিবেশীরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ইমরানের পরিবার নিয়মিত আসতো জলন্ধরে। ২০০৪ সালেও এসেছিলেন ইমরান। সে সময় ইমরান বলেছিলেন, লাহোরে চলে যাওয়ার যন্ত্রণা তার পরিবার বহুদিন ভোগ করেছে।