মোদীকে চাপে ফেলতে পারলাম না, অবশেষে স্বীকার করে নিলেন হতাশ ইমরান

Sep 25, 2019, 23:18 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর নিয়ে হুঁশিয়ারি দিলেও আদতে যে পাকিস্তান বিশ্বমঞ্চে ভারতকে চাপে ফেলতে পারেনি, তা স্বীকার করে নিলেন ইমরান খান।

2/6

রাষ্ট্রসঙ্ঘের শীর্ষ সম্মেলনে ফাঁকে সাংবাদিকদের সামনে হতাশা ব্যক্ত করে ফেললেন ইমরান খান। আর তাঁর ক্ষোভ গিয়ে পড় আন্তর্জাতিক মহলের উপরে। 

3/6

কাশ্মীর থেকে ভারত সরকার ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর কোনও চেষ্টার ত্রুটি রাখেননি পাক প্রধানমন্ত্রী। কিন্তু সাফল্য আসেনি।   

4/6

ইমরান খানের স্বীকারোক্তি, মোদীর উপরে কোনও চাপই তৈরি হয়নি। আন্তর্জাতিক মহলকে নিয়ে আমি হতাশ। 

5/6

হতাশ ইমরান খান বলেন, যদি ৮০ লক্ষ ইউরোপীয়, ইহুদি অথবা মাত্র ৮ জন মার্কিন নাগরিককে আটক রাখা হলে কি এমন প্রতিক্রিয়াই হত? কাশ্মীর থেকে বিধিনিষেধ তুলতে মোদীর উপরে কোনও চাপই নেই। 

6/6

কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাগে আনা গেল না? ভারতের ক্রমবর্ধমান আর্থিক শক্তির কথা স্বীকার করে ইমরানের ব্যাখ্যা, ভারত ১২০ কোটি জনসংখ্যার দেশ। সে দেশের বিরাট বাজার কেউই হাতছাড়া করতে নারাজ।