৪৭ বছরের পুরনো পেনশন আইনে বদল করল মোদী সরকার, হাতে আসবে অতিরিক্ত টাকা

Sep 25, 2019, 22:45 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: পেনশন আইনে বড়সড় রদবদল করল মোদী সরকার। এর ফলে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা। তবে সবচেয়ে বেশি লাভবান হবেন কেন্দ্রীয় সশস্ত্র পুলিস বাহিনীর হত জওয়ানদের বিধবারা। 

2/5

কেন্দ্রীয় সরকারি চাকরি পেনশন আইন ১৯৭২, ৫৪ নম্বর ধারার সংশোধন করেছেন মোদী সরকার। ওই আইনে মৃত্যুর পর পেনশন পান তাঁর পরিবারের লোকজনরা।  

3/5

সরকারি কর্মীর মৃত্যুর পর পেনশন পান তাঁর বাড়ির লোক। আগে অন্তত ৭ বছর টানা কাজ করলে শেষ বেতনের অঙ্কের ৫০ শতাংশ পেনশন ১০ বছর ধরে পেত মৃত কর্মীর পরিবার।   

4/5

৭ বছরের কম টানা কাজ করলে শেষ বেতন অঙ্কের ৩০ শতাংশ পেত মৃতের পরিবারের লোক। নতুন সংশোধনী সেটাই বাড়িয়ে দেওয়া হল। তা করা হল ৫০ শতাংশ।   

5/5

আগামী ১ অক্টোবর থেকে সংশোধনী কার্যকর হবে।