বন্ধু আর নেই, শোকে ভেঙে পড়েছেন ইমরান খান

Sep 07, 2019, 13:56 PM IST
1/5

ইমরানের শোক বার্তা

ইমরানের শোক বার্তা

একটা সময় একদিনের ক্রিকেটে তেমন আমল পেতেন না লেগ স্পিনাররা। এর পরই আবদুল কাদিরের আগমন। বলা ভাল ইমরান খানই তাঁকে নিয়ে এসেছিলেন। তার পর ইমরান খানের দলের হয়ে একের পর এক দুরন্ত পারফরম্যান্স করেছিলেন কাদির। 

2/5

ইমরানের শোক বার্তা

ইমরানের শোক বার্তা

সপ্তাহখানেক বাদে ৬৪ বছরে পা রাখতেন কাদির। কিন্তু তার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আবদুল কাদির। বন্ধু ও সতীর্থের মৃত্যুতে ভেঙে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 

3/5

ইমরানের শোক বার্তা

ইমরানের শোক বার্তা

ইমরান খান শোক বার্তায় লিখেছেন, ''পাকিস্তান এমন একজন ক্রিকেটারকে হারাল যে দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে। আর আমি একজন ভাল বন্ধুকে হারালাম। ওঁর মৃত্যু আমার কাছে বড় আঘাত।''

4/5

ইমরানের শোক বার্তা

ইমরানের শোক বার্তা

ইমরান খান আরও লিখেছেন, ''কাদিরের বোলিং পরিসংখ্যান ওর প্রতিভার সঙ্গে সুবিচার করেনি। কাদির আধুনিক ক্রিকেটে ডিআরএস সিস্টেমের তত্ত্বাবধানে থেকে বোলিং করলে আরও সাফল্য পেতে পারত। আধুনিক ক্রিকেটে উইকেট সংগ্রহের নিরিখে ও শেন ওয়ার্নকে টক্কর দিতে পারত।''

5/5

ইমরানের শোক বার্তা

ইমরানের শোক বার্তা

ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তানের হয়ে খেলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ৫৬ রানে ৯ উইকেট পেয়েছিলেন কাদির।