ভারতকে হুঁশিয়ারি দিতে গিয়ে মোদীর 'জোশ'কে নকল করলেন ইমরান
Feb 26, 2019, 19:15 PM IST
1/5
পুলওয়ামা হামলার পর পাকিস্তানকে সবক শিখিয়েছে ভারতের বায়ু সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। এমন প্রত্যাঘাতের পর রীতিমতো আতঙ্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশবাসীর মনোবল চাঙ্গা করতে ধার করলেন নরেন্দ্র মোদীর মন্তব্যকেই।
2/5
ভারতের প্রত্যাঘাতের পরই পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কামিটির সঙ্গে বৈঠকে বসেন পাক প্রধানমন্ত্রী।
photos
TRENDING NOW
3/5
পুলওয়ামা হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছিলেন, আত্মঘাতী হামলার বদলা নেবে সেনা। স্থান ও সময় ঠিক করবে তারাই। পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বাহিনীকে।
4/5
মোদীর সেই হুঁশিয়ারিই নকল করলেন ইমরান খান। বললেন,''ভারতের আগ্রাসী পদক্ষেপে সমুচিত জবাব দেওয়া হবে। সময় ও স্থান বেছে নেবে পাকিস্তান''।
5/5
ভোরে বালাকোটে জইশের ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালায় বায়ুসেনার ১২টি মিরাজ-২০০০। হাজার কেজির বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে। জইশের পাঁচ শীর্ষ জঙ্গি নেতাকে নিকেশ করেছে ভারত। যদিও জইশের ঘাঁটি থাকার কথা অস্বীকার করেছেন ইমরান খান।