দান পেতে সৌদির যুবরাজের গাড়ির চালক পাক প্রধানমন্ত্রী, মস্করা নেটিজেনদের

Feb 19, 2019, 18:03 PM IST
1/5

সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের আপ্যায়নে কোনও খামতি রাখেনি পাকিস্তান। বিদেশি গাড়ি ভাড়া থেকে গান স্যালুট- এমনকি তাঁকে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী ইমরান খান। 

2/5

এতেই থেমে থাকেনি আর্থিক সহায়তা পেতে সৌদির যুবরাজকে সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেছে পাকিস্তান।

3/5

সৌদির যুবরাজকে খুশ করতে আকাশপথে চিনের জেএফ-১৭ ও মার্কিন যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কনভয় করেছে পাকিস্তান। বিমানবন্দরে নামার পর মহম্মদ বিন সলমনকে মার্সিডিজ গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে যান ইমরান।  

4/5

গাড়ির চালক প্রধানমন্ত্রী! এমন ছবি দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মস্করা। কেউ বলছেন, বিশ্বের সর্বাধিক বেতনভোগী চালক হলেন ইমরান খান। 

5/5

এত চেষ্টা করে ফল অবশ্য মিলেছে। পাকিস্তানের সঙ্গে ২০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সম্পন্ন করেছে সৌদি আরব। পাকিস্তানকে বন্ধুরাষ্ট্র বলেও উল্লেখ করেছেন সৌদি যুবরাজ।