Mumbai-Howrah Train Accident Updates: ভয়ংকর গতিতে ছুটে আসছিল মুম্বই-হাওড়া এক্সপ্রেস, এদিকে মালগাড়িটি তখন আগে থেকেই...

Mumbai-Howrah Train Accident Updates: কেন বারবার এরকম ভয়াবহ দুর্ঘটনা হচ্ছে? আজকের এই ভয়ংকর রেল দুর্ঘটনাই-বা হল কার গাফিলতিতে? কীভাবে আজ ঝাড়খণ্ডে এই রেল-দুর্ঘটনা ঘটল, তার কারণ এখনও খুব স্পষ্ট নয়। একটা অনুমানের কথা শোনা যাচ্ছে শুধু।

| Jul 30, 2024, 13:52 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের লাইনচ্যুত রেল, অল্পের জন্য রক্ষা। হাওড়া - মুম্বই সিএসএমটি (12810) মুম্বই মেল দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের ঝাড়খণ্ডের রাজখোরাসান এবং বারাবাম্বু স্টেশনের মাঝে মঙ্গলবার ভোরবেলা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় ইঞ্জিন ছাড়াও ট্রেনটির ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। ১৮ জন জখম। এখনও পর্যন্ত মৃত ২। 

1/6

ত্রাণ ও উদ্ধার

ত্রাণ ও উদ্ধার কাজ চলছে ৷ রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷ 

2/6

হেল্পলাইন

হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত (Howrah-CSMT Express) | Helpline Number: টাটানগর: 06572290324 চক্রধরপুর: 06587 238072 রৌরকেলা: 06612501072, 06612500244 হাওড়া: 9433357920, 03276757920, 0327675724-2326724। HWH হেল্প ডেস্ক: 033-26382217, 9433357920 SHM হেল্প ডেস্ক: 6295531471, 7595074427 KGP হেল্প ডেস্ক: 03222-293764 CSMT হেল্পলাইন অটো নম্বর 55993 P&T-4202042020471 40 নাগপুর: 7757912790। 

3/6

হাওড়ায় হেল্প ডেস্ক

হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। নম্বর দুটি হল- 033-26382217 এবং 94333-57920। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে এগিয়ে আসেন। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন চক্রধরপুরের অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। দুটি রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে। একটি রিলিফ ট্রেন পৌঁছে গিয়েছে।

4/6

ওল্ড এবং নিউ কমপ্লেক্সে

ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সে দুটো হেল্প ডেস্ক খোলা হয়েছে। ১৭ ও ২১ নম্বর প্লাটফর্মের কাছে এই দুটি হেল্প ডেস্ক। এখন পর্যন্ত দুটি ট্রেন বাতিল করা হয়েছে এবং চারটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। help desk number হাওড়া ::  ০৩৩২৬৩৭৭১৯৬ রেল ফোন ৪৫২৬১। 

5/6

আতঙ্কে সাধারণ মানুষ​

কিন্তু সব চেয়ে বেশি আলোচনা হচ্ছে সাম্প্রতিক রেলযাত্রার ভয়াবহতা নিয়ে। বারবার ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটছে। মারা যাচ্ছেন যাত্রীরা, আহত হচ্ছেন। এখন দূর পাল্লার ট্রেনে উঠতেই যেন ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। কেন বারবার এরকম ভয়াবহ দুর্ঘটনা হচ্ছে? আজকের এই ভয়ংকর রেল দুর্ঘটনাই-বা হল কার গাফিলতিতে?

6/6

কীভাবে দুর্ঘটনা

কীভাবে আজ ঝাড়খণ্ডে এই রেল-দুর্ঘটনা ঘটল, তার কারণ এখনও খুব স্পষ্ট নয়। একটা অনুমানের কথা শোনা যাচ্ছে। জানা গিয়েছে, ট্রেনের গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল। গতকাল, সোমবার সন্ধ্যা ৭.৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে এই হাওড়া-মুম্বই মেল। আজ, মঙ্গলবার ভোর ৪.৩০-য়ে ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের বরাবাম্বু-রাজখরসাওয়ান রেলওয়ে স্টেশনের মধ্যে পোটোবেদা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মালগাড়িটি আগেই ডাউন লাইনে লাইনচ্যুত হয়ে ছিল আর হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটছিল তখন। ট্রেনটির চারটি সাধারণ বগি ছাড়া বাকি সব বগিই লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। এখনও এর ভয়াবহতা নিয়ে আতঙ্কিত মানুষজন।