ঘন চুল থেকে সঙ্গমের ইচ্ছা বৃদ্ধি, একাধিক গুণ লুকিয়ে পেঁয়াজের রসে

Mar 09, 2021, 16:51 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: পেঁয়াজের রস টেস্টোস্টেরন হরমনের ক্ষরণ অনেকটাই বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিক ভাবেই সঙ্গমের ইচ্ছা বা স্ফুর্তিও অনেকটাই বৃদ্ধি পায়। হরমোন বিশেষজ্ঞ এলিসা ভিটির মতে, ধীরে ধীরে সময় নিয়ে পেঁয়াজের রস খেতে পারলে তা আমাদের কামেচ্ছা বাড়িয়ে তোলে, সক্রিয় করে তোলে আমাদের যৌনাঙ্গকে।

2/7

পেঁয়াজ কুচি সামান্য মাখনে ভেজে মধু দিয়ে প্রতিদিন সকালে খেতে পারলে আমাদের যৌন ক্ষমতা প্রায় তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

3/7

পেঁয়াজের মধ্যে কার্মিনেটিভ, অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ রয়েছে। তাই শরীরে কোথাও সংক্রমণ ঘটে থাকলে কাঁচা পেঁয়াজ একটু বেশি খান, চটজলদি উপকার পাবেন।   

4/7

পেঁয়াজে প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন, মিনারেল, ফাইবার, ক্যালসিয়াম, পটাসিয়াম, সালফার, ভিটামিন B এবং C থাকে।

5/7

যাদের হজমে সমস্যা রয়েছে তাঁরা রোজ একটু কাঁচা পেঁয়াজ খান। পেঁয়াজ খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম বাড়াতে সাহায্য করে। যার ফলে দ্রুত খাবার হজম হয়।  

6/7

 পোকামাকড়ের কামড় হোক, বা রোদে পোড়া ট্যান, কিংবা ব্রণ-র সমস্যা থাকলে সেই সমস্ত জায়গায় একটু পেঁয়াজের রস লাগান। একটু কুটকুট করতে পারে, তবে দ্রুত কাজ করবে। 

7/7

ত্বকের যত্ন করলেও আমরা অনেক সময় চুলের অবহেলা করি। ফলে অযত্নে চুলে তৈরি হয় বিভিন্ন সমস্যা। খুশকি থেকে শুরু করে চুল ঝড়ে যাওয়া। একাধিক সমস্যায় জর্জরিত মানুষের সংখ্যা নেহাত কম নয়। জানেন কি, আপনার চুলের যাবতীয় সমস্যা প্রায় ৯০ শতাংশ কমিয়ে দিতে পারে পেঁয়াজের রস!   পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে চুলে লাগান। হাতে-নাতে ফল পাবেন। সমপরিমাণ মধু ও পেঁয়াজের রস মিশিয়ে মাথায় মাসাজ করুন। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।