IND vs NZ: চিন্নাস্বামীতে চিৎপটাং ভারত, ৫ জন ০ রানে আউট, ৯১ বছরের সর্বনিম্ন স্কোরের লজ্জা!

IND vs NZ 1st Test, Day 2 Live Updates: হতশ্রী ভারতের বেঙ্গালুরুতে অসহায় আত্মসমর্পণ! ৪৬ রানে গুটিয়ে গেল বিশ্বের ২ নম্বর টেস্ট দল!

Oct 17, 2024, 13:50 PM IST
1/5

ভারত-নিউ জিল্যান্ড, প্রথম টেস্ট বেঙ্গালুরু

India vs New Zealand, 1st Test at Bengaluru

চিন্নাস্বামীতে চিৎপটাং টিম ইন্ডিয়া! বেঙ্গালুরুতে গত বুধবার ভারত-নিউ জিল্যান্ড, প্রথম টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। আর দ্বিতীয় দিন ভারতকেই ধুয়ে দিল নিউ জিল্যান্ডের পেসাররা। টস জিতে প্রথমে ব্য়াট করতে নেমে ভারত গুটিয়ে গেল মাত্র ৪৬ রানে! হ্য়াঁ, ঠিকই পড়লেন। ঘরের মাঠে এটাই ভারতের সর্বনিম্ন রান!  

2/5

ভারত-নিউ জিল্যান্ড, প্রথম টেস্ট বেঙ্গালুরু, দ্বিতীয় দিন

IND vs NZ 1st Test, Day 2 Live Updates

দুই কিউয়ি পেসার ম্য়াট হেনরি, উইলিয়াম ও'রোক ভারতীয় ব্যাটারদের শিরদাঁড়া ভেঙে গুঁড়িয়ে দিলেন। বৃষ্টি ভেজা পিচে তাঁদের আগুনে গতিতে পুরো ঝলসে গেল টিম ইন্ডিয়া। হেনরি তুলে নিলেন ৫ উইকেট, ও'রোক পেলেন ৪ উইকেট! এক উইকেট টিম সাউদির।

3/5

৫ ব্য়াটার ফিরলেন ০ রানে!

5 Batters Out For Zero

যে দলের স্কোরবোর্ডে ওঠে মাত্র ৪৬ রান, সেই দলের কেউই যে ব্য়াট হাতে দাঁড়াতে পারেনি, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এদিন ৫ ব্য়াটার ফিরলেন ০ রানে। বিরাট কোহলি, সরফরাজ খান (শুভমন গিলের পরিবর্তে দলে ঢোকা), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন সেই তালিকায় রয়েছেন। দলের সবচেয়ে বেশি রান ঋষভ পন্থের (৪৯ বলে ২০), তারপরে থাকবেন যশস্বী জয়সওয়াল (৬৩ বলে ১৩)! 

4/5

৯১ বছরে এই প্রথম

1st Time In 91 Years - India All Out For 46

২০২৪ সালে এসে ভারত গুটিয়ে গেল ৪৬ রানে! শেষবার ভারত ঘরের মাঠে ৭৫ রানে অল-আউট হয়েছিল দিল্লিতে ১৯৮৭ সালে। ৯১ বছরে ভারতে এটাই টেস্টে সবচেয়ে কম স্কোর। ভারতের এমন লজ্জা খুব একটা নেই! 

5/5

নেটপাড়া ধুয়ে দিল ভারতীয় দলকে

 Internet Roasts Team India

ইন্টারনেটে এখন রোহিত শর্মার দলকে ধুয়ে দিচ্ছেন ফ্য়ানরা। সকলের এখন বক্তব্য়, এই দলের অতিরিক্ত আত্মবিশ্বাসই ডুবিয়ে দিল পুরো!