নোংরা জল, অস্বাস্থ্যকর খাবারে রোগপ্রতিরোধ বাড়িয়েছে ভারতীয়দের, ঠেকাচ্ছে করোনা

Nov 02, 2020, 17:06 PM IST
1/5

ভারতের অস্বাস্থ্যকর পরিবেশে ভারতীয়দের মধ্যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে। অন্তত এমনটাই বলছে সমীক্ষা। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উক্তি নিয়ে শোরগোল শুরু হয় বিভিন্ন মহলে। 

2/5

দিন কয়েক আগে প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠানে পরিবেশ দূষণ নিয়ে বলতে গিয়ে বন্ধু দেশ ভারতকে আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের বায়ু দূষিত বলে কটাক্ষ করায় ভারতীয়দের রোষের মুখে পড়েন তিনি। তবে এই মন্তব্যই যে বুমেরাং হয়ে ভাল খবর আনবে কে জানত। সমীক্ষা বলছে, "নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের দেশগুলির" ক্ষেত্রে উচ্চ পরজীবী এবং ব্যাকটিরিয়া ঘটিত রোগ চিরকালই বোঝা হয়ে দাঁড়িয়েছে। ফলে এই দীর্ঘস্থায়ী বিষয়গুলি সংক্রামক রোগের ক্ষেত্রে জনগণের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে।  

3/5

কোভিড -১৯ রোগীদের মধ্যে অটোইমিউন ডিসঅর্ডার একটি ঝুঁকির কারণ, আসলে দেহের নিজস্ব হাইপ্র্যাকটিভ প্রতিরোধ ক্ষমতা cytokine storm সৃষ্টি করে। যার কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। সবমিলিয়ে ভারতের অস্বাস্থ্যকর পরিবেশ, ঘিঞ্জি এলাকা, জীবনযাপন করোনার বিরুদ্ধে লড়াই-এ অনেকাংশেই সাহায্য করেছে। নচেত সমীক্ষা অনুযায়ী আরও খারাপ হতে পারত পরিস্থিতি। এ ক্ষেত্রে হার্ড ইমিউনিটির ভূমিকাও রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।   

4/5

টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর)-এর গবেষকরা বলছেন করোনাভাইরাসের বিরুদ্ধে দেশের মধ্যে প্রথম ‘হার্ড ইমিউনিটি’গড়ে উঠতে চলেছে মুম্বইতেও। তাঁদের পূর্বাভাস, আগামী জানুয়ারির মধ্যে করোনায় আক্রান্ত হবেন বাণিজ্য নগরীর বস্তি এলাকার ৮০ শতাংশ মানুষ। ওই সময়ের মধ্যেই এই অতিমারির গ্রাসে পড়বেন মুম্বইয়ের বস্তি এলাকার বাইরে থাকা ৫৫ শতাংশ মানুষও।  

5/5

উল্লেখ্য শুরু থেকেই দেশে করোনায় সুস্থতার হার বেশি ছিল। অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই দেশে কমছে দৈনিক কোভিড সংক্রমণ। গত এক সপ্তাহ ধরে তা ৫০ হাজারের কম রয়েছে। পাশাপাশি দৈনিক মৃত্যুও ১ হাজার থেকে কমেছে।  করোনা আক্রান্তদের সুস্থ হওয়া ছাড়িয়ে গিয়েছে ৯১ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ২৩১ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮২ লক্ষ ২৯ হাজার ৩১৩ জন।