India Big Fat Wedding: সর্বকালীন ব্যয়বহুল, চোখ ধাঁধানো ৭ কোটিপতি ভারতীয়ের বিয়ে!

Sep 22, 2023, 18:03 PM IST
1/7

বনীশা মিত্তল ও অমিত ভাটিয়া

Vanisha Mittal And Amit Bhatia

২০০৪ সালে লক্ষ্মী মিত্তলের মেয়ে বনীশা ব্রিটিশ ব্যবসায়ী অমিত ভাটিয়াকে বিয়ে করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এই বিয়েটিকে সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বলে অভিহিত করেছে। ভার্সাই প্রাসাদে একটি জমকালো অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠান হয়।

2/7

ঈশা আম্বানি ও আনন্দ পিরামল

Isha Ambani And Anand Piramal

কোটিপতি ব্যবসায়ী মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি এক জমকালো অনুষ্ঠানে আনন্দ পিরামলকে বিয়ে করেন। বিয়ের অনুষ্ঠান উদয়পুর, লেক কোমো, ইতালিতে এবং শেষ পর্যন্ত মুম্বইতে তাঁদের বাড়িতে হয়। একটি ডোলস অ্যান্ড গাবানা বাক্সে বিয়ের আমন্ত্রণপত্র অতিথিদের পাঠানো হয়েছিল। আম্বানিরা ৭০০ কোটি টাকা খরচ করেন বিয়েতে।  

3/7

ব্রাহ্মণী রেড্ডি ও রাজীব রেড্ডি

Brahmani Reddy And Rajiv Reddy

সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় বিয়েগুলির মধ্যে এটি একটি। কনের বিয়ের শাড়ির দাম ছিল ১৭ কোটি টাকা। খনি ব্যবসায়ী ও প্রাক্তন রাজনীতিবিদ গালি জনার্ধন রেড্ডির মেয়ে ব্রাহ্মণী রেড্ডি। বিয়েতে ৫০০ কোটি টাকা খরচ হয়। বেঙ্গালুরুর একটি প্রাসাদে ৫ দিনের ইভেন্ট ছিল এই বিয়ে। বিশিষ্ট রাজনীতিবিদ এবং বলিউডের তারকা সহ ৫০ হাজার অতিথি আমন্ত্রিত ছিল।

4/7

সুশান্ত রয় ও সীমান্ত রয়

Sushanto Roy And Seemanto Roy

সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায় ২০০৪ সালে তাঁর ছেলে সুশান্তর বিয়ে দেন সীমান্তের সঙ্গে। আমন্ত্রিত ছিলেন ১১০০০-এরও বেশি দর্শক। যার মধ্যে বলিউড এবং ক্রীড়া জগতের সেলিব্রিটিরাও ছিলেন। 

5/7

মালাইকা রেড্ডি ও সিদ্ধার্থ রেড্ডি

Mallika Reddy And Siddharth Reddy

সিদ্ধার্থ রেড্ডি, ইন্দু গ্রুপের বংশোদ্ভূত, ব্যবসায়ী জিভিকে রেড্ডির নাতনি মল্লিকা রেড্ডিকে বিয়ে করেছিলেন। বিয়েতে প্রায় ৬ হাজার অতিথি আমন্ত্রিত ছিলেন। সবাইকে রূপোর থালায় খেতে দেওয়া হয়। এই বিয়েতে কোনও বাজেট ছিল না!  

6/7

আদেল সেজান ও সানা খানা

Adel Sajan And Sana Khan

আদেল সেজান এবং সানা খান কনকর্ডিয়া কোস্টা ফ্যাসিনোসা ক্রুজ জাহাজে বিয়ের আয়োজন করেছিলেন। স্পেনের বার্সেলোনা থেকে ফ্রান্সের মার্সেইলেস এবং কানে যায় সেই ক্রুজ। ইতালির সাভোনায় শেষ হয়। এই বিয়েতে ১০০ কোটিরও বেশি খরচ হয়।নবদম্পতি ১০ তলা কেক কাটেন।

7/7

সোনম ভাসওয়ানি ও নবীন ফাবিয়ানি

Sonam Vaswani And Navin Fabiani

সোনম ভাসওয়ানির বাবা হলেন সুনীল ভাসওয়ানি, স্ট্যালিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সংযুক্ত আরব আমিরাশাহীর অন্যতম ধনী ব্যবসায়ী। অস্ট্রিয়ার ভিয়েনায় একটি রাজকীয় জমকালো অনুষ্ঠানে তিনি কামাল ফ্যাবিয়ানার ছেলে নাভিনকে বিয়ে করেন।