সেপ্টেম্বরে দেশে মোট আক্রান্ত হবেন ৩৫ লক্ষ মানুষ,মৃত্যু ১.৪ লক্ষ, বাংলায় কত? জেনে নিন রিপোর্ট

Jul 16, 2020, 19:15 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: দেশে হুহু করে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় আক্রান্তর সংখ্যা ৩২ হাজারেরও বেশি। এভাবেই সংক্রমণ হতে থাকলে সেপ্টেম্বরে দেশ মোট করোনা আক্রান্তর সংখ্যা হতে পারে ৩৫ লক্ষ। এমনটাই বলছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের (IISc) সমীক্ষা।

2/5

সংক্রমণের এই গতি হ্রাস না পেলে সেপ্টেম্বরের পয়লায় দেশে মৃত্যুর সংখ্য়া হতে পারে ১ লক্ষ ৪০ হাজার। তবে গতিতে রাশ টানা গেলে দেশে মোট আক্রান্ত হতে পারেন ২০ লক্ষ মানুষ। সক্রিয় আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ৭৫ হাজার  ছুঁতে পারে। মৃত্যু হতে পারে ৮৮ হাজার। এরকমই ভয়ঙ্কর আভাস উঠে আসছে আইআইএসসির সমীক্ষায়।

3/5

রাজ্যভিত্তিকও সমীক্ষা করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। তাঁদের সমীক্ষা বলছে সংক্রমণের এই গতিতে সেপ্টেম্বরের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত হতে পারেন ৬ লক্ষ ৩০ হাজার মানুষ। তামিলনাড়ুকে টেক্বা দিয়ে দিল্লিতে করোনা আক্রান্ত হতে পারেন ২ লক্ষ ৪০ হাজার। গুজরাটে মোট আক্রান্তর সংখ্যা হতে পারে ১ লক্ষ ৮০ হাজার, তামিলনাড়ুতে আক্রান্ত হতে পারেন ১ লক্ষ ৬০ হাজার। প্রতি রাজ্যে মোট আক্রান্তের আনুমানিক ৩৫ শতাংশ সক্রিয় রোগী থাকতে পারেন ওই সময়ে।  

4/5

রাজ্যভিত্তিক মৃ্ত্যুর হিসাবও উঠে এসেছে তাঁদের সমীক্ষায়। ১ সেপ্টেম্বরের মধ্যে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা হতে পারে ২৫ হাজার। দিল্লিতে সেই সংখ্যা হতে পারে ৯ হাজার ৭০০।  তামিলনাড়ুতে মৃত্যু হতে পারে ৬ হাজার ৩০০ জনের, গুজরাটে ৭ হাজার ৩০০।  

5/5

সংক্রমণের এই গতি অনুযায়ী সেপ্টেম্বরের পয়লায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তর সংখ্যা হতে পারে ৫৯ হাজার ৩৪০ জন। মোট প্রাণ হারাতে পারেন  ২ হাজার ৩৭০ জন। ধীরে ধীরে আরও খারাপ অবস্থা হতে পারে রাজ্যের। ২০২১ এর জানুয়ারির মধ্যে প্রায় ৫ লক্ষ আক্রান্তের খবর মিলতে পারে রাজ্য থেকে।